1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ইউ-টু

৯ সেপ্টেম্বর ২০১১

না, কোন গান বা কনসার্ট নয় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ইউ-টু হাজির হয়েছে একটি ডকুমেন্টারি নিয়ে৷ ডকুমেন্টারির নাম ‘ফ্রম দ্যা স্কাই ডাউন’৷

https://p.dw.com/p/12Vuy
ইউ-টু’র লিড ভোকালিস্ট বোনোছবি: picture-alliance/ dpa

বৃহষ্পতিবার সন্ধ্যায় ইউ-টু ব্যান্ডের দুই সদস্য লিড ভোকালিস্ট বোনো এবং গিটারিস্ট দ্যা এজ উপস্থিত হন ডকুমেন্টারির প্রিমিয়ার শোতে৷ এই ডকুমেন্টারি ইউ-টু ফ্যানদের মধ্যে আলোড়ন তুলবে তা নিঃসন্দেহে বলা যায়৷ ফ্যানরা এই প্রথমবারের মত – কীভাবে ইউ-টু গান রেকর্ড করে, ভিডিও বানায় তা দেখতে পাবে৷    

এই তথ্যচিত্রের শুরুতেই ১৯৯১ সালের ‘আখটুং বেবি' অ্যালবাম তৈরির বেশ কিছু সিকোয়েন্স দেখানো হয়েছে৷ সেই অ্যালবামটি ইউ-টু'র সবচেয়ে ব্যবসা সফল অ্যালবাম৷ এরপর দেখা যাবে ১৯৮৭ সালের ‘জসুয়া ট্রি' এবং ১৯৮৮ সালের ‘ব়্যাটেল অ্যান্ড হাম'৷

১৯৮০ সালে নিজেদের মিউজিক ব্যান্ড হিসেবে উপস্থাপন করে ইউ-টু৷ ফ্রম দ্যা স্কাই ডাউনের পরিচালক ডেভিড গুগেনহাইম বলেন ‘খুবই সাধারণ মাপের ডকুমেন্টারি এটি৷ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যান্ড ইউ-টু সম্পর্কে এমন কিছুই বলা হয়নি বা তুলে ধরা হয়নি৷ শুধু দেখানো হয়েছে চার চরুণ কীভাবে প্রাণপনে চেষ্টা করছে সঙ্গীতকে আলিঙ্গন করতে, উপস্থাপন করতে, গান লিখতে, সুর দিতে৷ তাদের ব্যস্ততা এবং কঠিন পরিশ্রমকেই তুলে ধরা হয়েছে ফিল্মে৷'

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক