1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টসে জিতে বোলিং করছে বাংলাদেশ

তানজির মেহেদি
৮ জুন ২০১৯

কার্ডিফে আসরে নিজেদের তৃতীয় ম্যাচে ইংলিশদের মুখোমুখি টাইগাররা৷ দলে কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট৷

https://p.dw.com/p/3K2oC
ICC Cricket World Cup - England v Bangladesh
ছবি: Reuters/J. Sibley

অন্যদিকে, ইংলিশ দলে এসেছে একটি পরিবর্তন৷ অলরাউন্ডার মঈন আলি খেলছেন না আজ৷ তাঁর বদলে খেলছেন ডানহাতি পেসার লিয়াম প্লাঙ্কেট৷  

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়ান ডে .ব্যাংকিংয়ে ইংলিশদের অবস্থান এক নম্বরে৷ আর তালিকার সাত নম্বরে আছে বাংলাদেশ৷ কিন্তু  এসব কাগুজে হিসেব দিয়ে ম্যাশ বাহিনীকে বিচার করার সময়টা এখন আর নেই৷ নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে টাইগাররা৷  পরিসংখ্যান বলছে, সবশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ হেরেছে কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে৷ অবশ্য ইংল্যান্ডের পরিসংখ্যান একই কথা বলছে৷ পাকিস্তানের সঙ্গে হার বাদ দিলে, জয় পেয়েছে বাকি চারটি ম্যাচে৷

স্বাগতিকেরা নিজেদের মাঠের সুবিধা নিতেই চাওয়াটা অস্বাভাবিক কিছু নয়৷ আর সঙ্গে আছে তাদের লম্বা ব্যাটিং লাইন আপ৷ তার বিপরীতে বাংলাদেশও প্রস্তুত৷ টপ অর্ডার আছেন ফর্মে৷ মিডল অর্ডারও রান পাচ্ছেন নিয়মিতভাবে৷ আর লোয়ার অর্ডারে সাইফুদ্দীন বুঝিয়ে দিয়েছেন তার প্রয়োজনীয়তা৷

বোলিংয়ে পেস বিভাগটা আরেকটু শাণিত হওয়ার কথা বরাবরই উঠে আসছে৷ কিন্তু সাইফুদ্দীন ফর্মে থাকায়, রুবেলের অন্তর্ভূক্তি কঠিন হয়ে গেছে৷ ইংল্যান্ডের বিপক্ষে টিম কম্বিনেশনে কোনো পরিবর্তন আসছে কিনা, সে বিষয়ে টাইগারদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি৷ তবে ইঙ্গিত মিলেছে কোনো পরিবর্তন না রাখার৷

কার্ডিফকে বরাবরই বাংলাদেশের জন্য সৌভাগ্যময় মাঠ হিসেবে দেখা হয়৷ যদিও চলতি বিশ্বকাপে এই মাঠে এখন পর্যন্ত দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ আফগানিস্তান বনাম শ্রলীঙ্কার এবং নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা-- ম্যাচ দুটি ছিল লো স্কোরিং৷  এই বিশ্বকাপে কার্ডিফে  এ পর্যন্ত সর্বোচ্চ রান ২০১৷

এতো বিশ্লেষণের পর, আশঙ্কার কথা হচ্ছে বৃষ্টি৷  ইংল্যান্ডের সরকারি আবহাওয়া সংস্থা মেট অফিস জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন দেশটির দক্ষিণে বজ্রপাতসহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে৷ ফলে ভেসে যেতে পারে কার্ডিফ!

তবে, স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বলে, দর্শক সমর্থনে ভুগবে বাংলাদেশ-এমন আশঙ্কা কিন্তু নেই৷ দেশটি ইংল্যান্ড বলে, এ ম্যাচেও দেখা যাবে লাল সবুজের প্রতিনিধিত্বকারীরা মাঠে গিয়ে উৎসাহ যোগাবে টাইগারদের৷ মাঠের যুদ্ধে নিশ্চয় ঝাঁপিয়ে পড়বে সাকিব-তামিম-মুশফিকরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য