1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকা দিয়ে ভালোবাসা যায় না কেনা

২৫ ফেব্রুয়ারি ২০১৯

এক চীনা তরুণের রুশ এক তরুণীকে প্রপোজ করার ভিডিও ভাইরাল হয়েছে৷ কী ছিল সেই ভিডিওতে?

https://p.dw.com/p/3E24d
Bildergalerie Persische Redaktion Beziehung Zuwendung Geschenk
ছবি: imago/INSADCO

অনেকেরই ধারণা, অর্থ থাকলেই যে কাউকে পাওয়া সম্ভব৷ ভালোবাসা কেনা যায়৷ কিন্তু সত্যিই কি তাই? এই ভিডিওটিতেই দেখুন না, এক চীনা তরুণ তাঁর পছন্দের এক রুশ তরুণীকে বিয়ের প্রস্তাব দিতে বিরাট আয়োজন করলেন৷ মেয়েটির প্রিয় গাড়ি ল্যামবোরগিনি কিনে নিয়ে গেলেন উপহার হিসেবে৷ আরো নিয়ে গেলেন ফুল, চকোলেট৷

একটি পাবলিক প্লেসে বন্ধুরাসহ সেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলেন৷ কিন্তু মেয়েটি তাতে সায় না দেয়ায় এক পর্যায়ে তিনি বলতে শুরু করেন, ‘‘দেখ, তোমার জন্য তোমার প্রিয় গাড়িটি কিনে এনেছি৷ আমার অনেক টাকা৷ তুমি যা চাও তাই কিনে দিতে পারব৷ দয়া করে বিয়েতে রাজি হও৷''

তখন মেয়েটি বিনয়ের সঙ্গেই বললেন, ‘‘আমি দুঃখিত৷'' তারপরও ছেলেটি জোরাজুরি করায় এবং বারবার সে কতটা ধনী তা বলতে থাকায় এক পর্যায়ে তরুণী ক্ষুব্ধ হয়ে বললেন, ‘‘তুমি ধনী, তো কী হয়েছে?'' এই বলে স্থান ত্যাগ করলেন৷

এরপর সেই তরুণ ক্ষুব্ধ হয়ে সেখানে ভাঙচুর করা শুরু করলেন৷

২০ ফেব্রুয়ারি ভিডিওটি ফেসবুকে পোস্ট করার পর এ পর্যন্ত ৭৫ লাখ বার দেখা হয়েছে৷ ১১ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে৷ ৫৮ হাজারেরও বেশি শেয়ার হয়েছে৷

ঘটনাটি ‘বানানো' হতে পারে বলে অনেকের ধারণা৷ তবে নেটিজেনরা লিখেছেন যে, ‘‘বানানো হলেও ক্ষতি নেই৷ মেয়েটি যা করার ঠিক করেছে৷''

জেডএ/জেডএইচ