টাকা দিয়ে ভালোবাসা যায় না কেনা
২৫ ফেব্রুয়ারি ২০১৯অনেকেরই ধারণা, অর্থ থাকলেই যে কাউকে পাওয়া সম্ভব৷ ভালোবাসা কেনা যায়৷ কিন্তু সত্যিই কি তাই? এই ভিডিওটিতেই দেখুন না, এক চীনা তরুণ তাঁর পছন্দের এক রুশ তরুণীকে বিয়ের প্রস্তাব দিতে বিরাট আয়োজন করলেন৷ মেয়েটির প্রিয় গাড়ি ল্যামবোরগিনি কিনে নিয়ে গেলেন উপহার হিসেবে৷ আরো নিয়ে গেলেন ফুল, চকোলেট৷
একটি পাবলিক প্লেসে বন্ধুরাসহ সেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলেন৷ কিন্তু মেয়েটি তাতে সায় না দেয়ায় এক পর্যায়ে তিনি বলতে শুরু করেন, ‘‘দেখ, তোমার জন্য তোমার প্রিয় গাড়িটি কিনে এনেছি৷ আমার অনেক টাকা৷ তুমি যা চাও তাই কিনে দিতে পারব৷ দয়া করে বিয়েতে রাজি হও৷''
তখন মেয়েটি বিনয়ের সঙ্গেই বললেন, ‘‘আমি দুঃখিত৷'' তারপরও ছেলেটি জোরাজুরি করায় এবং বারবার সে কতটা ধনী তা বলতে থাকায় এক পর্যায়ে তরুণী ক্ষুব্ধ হয়ে বললেন, ‘‘তুমি ধনী, তো কী হয়েছে?'' এই বলে স্থান ত্যাগ করলেন৷
এরপর সেই তরুণ ক্ষুব্ধ হয়ে সেখানে ভাঙচুর করা শুরু করলেন৷
২০ ফেব্রুয়ারি ভিডিওটি ফেসবুকে পোস্ট করার পর এ পর্যন্ত ৭৫ লাখ বার দেখা হয়েছে৷ ১১ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে৷ ৫৮ হাজারেরও বেশি শেয়ার হয়েছে৷
ঘটনাটি ‘বানানো' হতে পারে বলে অনেকের ধারণা৷ তবে নেটিজেনরা লিখেছেন যে, ‘‘বানানো হলেও ক্ষতি নেই৷ মেয়েটি যা করার ঠিক করেছে৷''
জেডএ/জেডএইচ