1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাকা নিয়ে প্রশ্ন মহুয়ার, অভিযোগ বিজেপি এমপি-র

১৬ অক্টোবর ২০২৩

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে নতুন বিতর্ক। বিজেপি সাংসদের অভিযোগ, তিনি অর্থ নিয়ে লোকসভায় প্রশ্ন করেছেন।

https://p.dw.com/p/4XZjk
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্পিকারকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ছবি: Prabhakar Mani Tewari/DW

এই অভিযোগ করেছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি লিখে দাবি করেছেন, মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করা হোক। অতীতেও এমন উদাহরণ আছে।

স্পিকারের কাছে লেখা চিঠিতে নিশিকান্ত বলেছেন, ''আমি আইনজীবী জয় অনন্তের কাছ থেকে একটা চিঠি পেয়েছি, সেখানে তিনি তথ্যপ্রমাণ-সহ জানিয়েছেন, মহুয়া মৈত্র পরিচিত ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে অর্থ ও উপহার পেয়ে প্রশ্ন করেছেন। জয় অনন্ত খুব পরিশ্রমসাধ্য গবেষণা করে তার ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছেন, সম্প্রতি মহুয়া মৈত্র ৬১টি প্রশ্ন করেছেন। তার মধ্যে ৫০টি এমন প্রশ্ন, যার সঙ্গে হীরানন্দানি ও তার ব্যবসার স্বার্থ জড়িত।''

নিশিকান্ত বলেছেন, 'অনেকগুলি প্রশ্নই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ছিল।'' তার অভিযোগ, ''চক্রান্ত এখানেই শেষ হচ্ছে না। গত কয়েক বছর ধরে মহুয়া প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আদানি প্রসঙ্গকে এমনভাবে মিশিয়েছেন, যা দেখে মনে হবে, তিনি সরকারের কড়া সমালোচনা করছেন।'' নিশিকান্তের অভিযোগ, ''সম্ভবত নিজের অপরাধ ঢাকতেই এই কাজ করেছেন তিনি।''

জয় অনন্তের কাছ থেকে পাওয়া যাবতীয় নথিপত্রও এই চিঠির সঙ্গে স্পিকারের কাছে পাঠিয়েছেন বিজেপি সাংসদ। সেই সব নথিপত্র দেখার পর নিশিকান্তের মনে সন্দেহ নেই  যে মহুয়া মৈত্র ফৌজদারি চক্রান্ত করেছেন। তিনি অধিকারভঙ্গ করেছেন বলেও  অভিযোগ করেছেন তিনি।

মহুয়ার জবাব

মহুয়া মৈত্র একের পর এক টুইট করেছেন, সেখানে তিনি বলেছেন, ''জাল ডিগ্রিওয়ালা এবং বিজেপি-র অন্য ব্যক্তিত্বদের বিরুদ্ধে অধিকারভঙ্গের অভিযোগের ফয়সালা বাকি আছে। সেসবের পরে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ হাতে নিলে তাকে আমি স্বাগত জানাব। আর আমি তো আদানি কয়লা কেলেঙ্কারি নিয়ে ইডির এফআইআরের অপেক্ষায় আছি।''

অন্য টুইটে তিনি বলেছেন, ''আগে আদানি অফশোর মানি ট্রেল নিয়ে তদন্তের কাজ শেষ করুক সিবিআই। তারপর আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করুক তারা।''

অন্য একটি টুইটে তিনি বলেছেন, ''আমি বেআইনিভাবে যে অর্থ পেয়েছি, তা দিয়ে কলেজ/বিশ্ববিদ্যালয় কিনেছি, সেখানে 'ডিগ্রি দুবে' একটা আসল ডিগ্রি কিনতে পারবেন।'' তারপর তিনি স্পিকারকে বলেছেন, ''আগে ওর বিরুদ্ধে তদন্ত শেষ করুন। তারপর আমার বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি করুন।''

আরেকটি টুইটে তিনি বলেছেন, ''সামাজিক মাধ্যমে আমার কিছু ছবি বিজেপি-র ট্রোল সেনা সামাজিক মাধ্যমে আপলোড করেছে। কিন্তু সেখানে ডিনারে অন্যদের কেন ছেঁটে ফেলা হয়েছে।'' 

মহুয়া বলেছেন, এভাবে তাকে দমিয়ে রাখা যাবে না।

জিএইচ/এসজি (এএনআই, পিটিআই)