1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টানা হরতাল, অবরোধ কতটা কার্যকর হচ্ছে?

১৬ মার্চ ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের ডাকে টানা হরতাল, অবরোধ চলছে৷ কিন্তু সেটা কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন, তেমনি প্রশ্ন আছে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও৷

https://p.dw.com/p/1Erdq
Bangladesch Ausschreitungen
ছবি: Reuters

হরতালের মধ্যেও রাজধানীবাসীকে অন্যান্য সময়ের মতো তীব্র যানজটে পড়তে হচ্ছে৷ তাই হরতাল আদৌ চলছে কিনা তা নিয়ে প্রশ্ন করছেন অনেকে৷ এক্ষেত্রে তাঁরা বেছে নিচ্ছেন ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম৷ ব্লগেও বিষয়টি নিয়ে অনেকে পোস্ট দিয়েছেন৷ যেমন বর্তমানে হরতাল ও অবরোধ অকার্যকর হয়ে পড়েছে বলে মনে করেন মোস্তাক খসরু৷ এ বিষয়ে তিনি ‘বেগম জিয়ার টেন্ডার আহবান' শিরোনামে সামহয়্যার ইন ব্লগে একটি রম্য পোস্ট দিয়েছেন ৷ তিনি লিখেছেন, ‘‘জামাত বিএনপির হরতাল-অবরোধ অকার্যকর হয়ে যাওয়ায় জামাত বিএনপির উচ্চপর্যায়ের লিয়াজো কমিটি এই টেন্ডার আহবান করেছেন৷ হরতাল-অবরোধের বিকল্প কী হতে পারে তার একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা ও উপাত্ত্য সহকারে টেন্ডার দাখিল করতে হবে৷ আগামী ২৬ মার্চ বেলা ১২টার মধ্যে টেন্ডার জমা দেওয়ার শেষ সময়৷''

চলমান আন্দোলন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ফারজানা চৌধুরী সায়মাও৷ ফেসবুকে ঢাকার একটি শীর্ষ দৈনিকের শেয়ার করা প্রতিবেদনের নীচে মন্তব্যের ঘরে তিনি খালেদা জিয়ার অবস্থাকে টাইটানিক জাহাজের সঙ্গে তুলনা করেছেন৷ সায়মা লিখেছেন, ‘‘খালেদার অবস্থা এখন ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের মতো, যিনি আইসবার্গের সাথে টাইটানিকের ধাক্কা খাবার পর নিজেকে কেবিনে আবদ্ধ করে রেখে, জানালাপথে চেয়েছিলেন মিষকালো সাগরের দিকে৷ ডেকে যন্ত্রীরা বাজনা বাজাচ্ছিল, তেমনি সন্ত্রাসীরা মরিয়া হয়ে তাদের কার্যপলাপ চালিয়ে যাচ্ছে৷ জাহাজটার পরিণতির কথা সবারই জানা! চলমান আন্দোলনের কী হাল হবে তা অনুধাবন করতে জ্যোতিষী কিংবা ‘রকেট সাইন্সটিস্ট' হবার দরকার আছে কি?''

তবে আন্দোলন সফল না হওয়া কিংবা কার্যকর না হওয়ার জন্য সরকারকে দায়ী মনে করছেন আসিফ খান রূপক৷ দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনের নীচে তিনি লিখেছেন, ‘‘সমাবেশ করতে দেয় না সরকার, কর্মী থেকে শুরু করে সিনিয়র নেতা পর্যন্ত জেল-গুমের শিকার৷ হরতালেও আবার সাধারণ মানুষের কষ্ট৷ তো কি করবে বিএনপি সরকারই বলুক৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান