টিপাইমুখ বাঁধ নিয়ে বিচলিত নন পানি প্রতিমন্ত্রী
২১ নভেম্বর ২০১১ভারতের টিপাই মুখ বাঁধ নির্মাণ কাজের প্রস্তুতির খবরে বাংলাদেশের সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও পানিসম্পদ প্রতিমন্ত্রী মহবুবুর রহমান বলেছেন, এটি ভারতের অভ্যন্তরীন বিষয়৷ এনিয়ে সরকারের কিছু করণীয় নেই৷ আর বিষয়টি অভ্যন্তরীন হোক আর নাই হোক এ বিষয়ে যদি কোন কথা বলার থাকে তা পররাষ্ট্র মন্ত্রনালয় বলবে৷ পানিসম্পদ মন্ত্রনালয়ের কোন ভূমিকা নেই বলে মত পানিসম্পদ প্রতিমন্ত্রীর৷
তবে আন্তর্জাতিক নদী এবং পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত জানান অভিন্ন নদীতে কোন বাঁধ বা স্থাপনা নির্মান করতে হলে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আলাপ আলোচনা দরকার৷ এককভাবে কোন দেশ সিদ্ধান্ত নিতে পারেনা৷ তিনি এক্ষেত্রে অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনার পরামর্শ দেন৷
এদিকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম