1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিপাইমুখ বাঁধ পরিদর্শনে গেছে সংসদীয় দল

২৯ জুলাই ২০০৯

বাংলাদেশের প্রায় সবগুলো নদীর উৎপত্তি-ই ভারতের পাহাড় থেকে৷ তেমনই একটি নদী বরাক৷ মনিপুর রাজ্য থেকে এই নদী প্রবেশ করেছে বাংলাদেশে৷ মনিপুরের টিপাইমুখে এই নদীতে বাঁধ দিতে যাচ্ছে ভারত৷

https://p.dw.com/p/IzlJ
ফাইল ফটোছবি: AP

অভিন্ন নদীর উজানে এই বাঁধ ভাটির বাংলাদেশের পরিবেশ আর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ তাই, টিপাইমুখে আসলে কি হচ্ছে তা দেখতে ভারত গেলেন ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলে আওয়ামী লীগের ৩ জন , জাতীয় পার্টির একজন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন৷ এছাড়া ১০ সদস্যের কমিটিতি ২ জন বিশেষজ্ঞ এবং ২ জন সরকারী কর্মকর্তা রয়েছেন৷ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পানি সম্পদ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান আব্দুর রাজ্জাক এমপি৷ তবে এই দলে বিএনপি ও জামাতের কোন সদস্য শেষ পর্যন্ত অন্তর্ভূক্ত হননি৷ আর প্রধানমন্ত্রী বিরোধী দলকে আলাদা সংসদীয় দল পাঠানোর আহবান জানালেও শেষ পর্যন্ত তা হয়নি৷

বুধবার বিমান বন্দর ছাড়ার আগে আব্দুর রাজ্জাক বলেন তারা সেখানে গিয়ে বাধ পরিদর্শন এবং তথ্য উপাত্ত সংগ্রহ করবেন৷ তিনি বলেন, টিপাইমুখে বাঁধ দিয়ে যদি সেচ প্রকল্প করা হয় তাহলে অবশ্যই এর প্রতিবাদ জানাবে বাংলাদেশ৷ তবে এটি জল বিদ্যুৎ প্রকল্প হলে পর্যালোচনা করে দেখতে হবে৷

আব্দুর রাজ্জাক বলেন, এমন একটি জাতীয় ইস্যুতে প্রধান বিরোধী দল সাথে থাকলে প্রতিনিধি দল আরো শক্তিশালী হতো৷

এদিকে বিরোধী দল বিহীন প্রতিনিধি দলের রিপোর্ট কেমন হবে এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন৷ বিএনপি আগেই একে পিকনিক পার্টি বলে মন্তব্য করেছে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আবদুস সাত্তার