টুইটার মানুষের প্রাণ বাঁচানোর ক্ষমতা রাখে
১৬ মে ২০১১ভূমিকম্পের পর সুনামি৷ জাপানের পূর্ব উপকূলে একের পর এক জনপদ বিধ্বস্ত৷ বহু মনুষের প্রাণহানি, হাজার হাজার মানুষ নিখোঁজ৷ এ'সবের মধ্যে যারা ক্রনিক পেশেন্ট অর্থাৎ স্থায়ীভাবে রোগী, এবং যাদের নিয়মিতভাবে ওষুধ ও ডাক্তারি পরিচর্যা দরকার, তাদের কথা মনে রাখাই শক্ত৷ কিন্তু তা বলে তো তাদের অবহেলা করা চলে না, অন্তত ডাক্তার হলে তো নয়ই৷ সেই ধরণেরই একটি কাহিনী শুনিয়েছেন জাপানের দুই ডাক্তার ইয়ুচি তামুরা ও কেলিচি ফুকুদা, ব্রিটেনের প্রখ্যাত মেডিকাল জার্নাল ‘দ্য ল্যান্সেটে' চিঠি লিখে৷
রোগটির নাম পালমোনারি হাইপারটেনশন৷ বিরল রোগ, গোটা জাপানে মাত্র হাজার খানেক এ'ধরণের রোগী আছেন৷ তাদের মূল চিকিৎসা হল: ঘাড়ের কাছে একটি শিরায় ক্যাথেটার ঢুকিয়ে সেই পথে শরীরে ওষুধ দেওয়া হয়, যা'তে রক্তে চাপ বেঁধে হার্টে রক্ত চলাচল বন্ধ হয়ে হার্ট ফেল না করে৷ ওদিকে আরো মুশকিল হল এই যে, রোগ বিরল বলে সব হাসপাতালে ওষুধটি মজুত থাকে না৷
কাজেই ভূমিকম্প-সুনামির ধ্বংসলীলার মধ্যেও টোকিও ইউনিভার্সিটির কার্ডিওলজি বিভাগের ডক্টর তামুরাকে রোগীদের খোঁজখবর রাখতে হয়েছে৷ অথচ আপৎকালীন পরিস্থিতিতে টেলিফোন কাজ করছে না৷ সুনামির পর অনেক রোগী এটুকুও জানেন না যে, কাছাকাছি কোথায় তারা তাদের প্রাণ-বাঁচানো ওষুধটির রিফিল পাবেন, কোন হাসপাতালে অথবা দোকানে৷
এই অবস্থায় বাঁচালো টুইটার৷ ডাক্তাররা তাদের জনা ষাটেক রোগীকে টুইট করলেন৷ রোগীরা আবার টুইট করলেন আরো ১০০ রোগীকে৷ কোনো রোগী হয়তো জানালেন, তার পক্ষে হাসপাতালে গিয়ে ওষুধ আনা সম্ভব নয়৷ সেক্ষেত্রে গাড়ি, এমনকি হেলিকপ্টারে ওষুধ পাঠানোর ব্যবস্থা করা হল৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: দেবারতি গুহ