ক্ষিপ্ত ভারত
২৫ আগস্ট ২০১২আসামে জাতিগত দাঙ্গার প্রেক্ষিতে মুসলমানরা প্রতিশোধ নিতে পারে -- সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটে এই ধরণের হুমকি পেয়ে ভারতের দক্ষিণের বিভিন্ন জেলায় থাকা উত্তর পূর্বাঞ্চলের নাগরিকরা ক'দিন আগে ঘরে ফেরা শুরু করে৷
ইতিমধ্যে, বেঙ্গালোর, মুম্বই সহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৩৫ হাজার অভিবাসী তাদের নিজ এলাকায় ফিরে গেছে বলে জানা গেছে৷
এই অবস্থায় ভারত সরকার ফেসবুক, গুগল, ইউটিউব ও টুইটারে থাকা হুমকিমূলক বার্তাগুলো মুছে দিতে ঐসব সাইটের কর্তৃপক্ষকে আহ্বান জানায়৷ কিন্তু টুইটার এই আহ্বানে সাড়া না দেয়ায়, ২০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেয় সরকার৷ এছাড়া ভারতীয় সাংবাদিক থেকে শুরু করে ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ, আল জাজিরা সহ অন্যান্য টেলিভিশন চ্যানেলের অনলাইন পোস্টিং'এর ওপরও নজর রাখা হচ্ছে বলে জানা গেছে৷
বলাবাহুল্য, টুইটার ব্যবহারকারীরা সরকারের এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ যুক্তরাষ্ট্রও বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ না করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে৷
এদিকে, ভারতের সাংবাদিক চন্দ্রকান্ত নাইড়ু ডিডাব্লিউ'কে বলেছেন, বিভিন্ন ওয়েবসাইটে থাকা ‘আপত্তিকর' বিষয়ের ওপর নজর রাখতে ভারত সরকার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছে বলে খবর রয়েছে তাঁর কাছে৷
ভারত টুইটারের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে এমন গুজব সম্পর্কে নাইড়ু বলেন, ‘‘সরকার যদি সত্যি সত্যিই এমন সিদ্ধান্ত নেয় তাহলে তো চীনের সঙ্গে একই কাতারে চলে যাবে ভারত৷''
তবে তিনি বলেন, ভারতে টুইটারের কোনো অফিস নেই৷ ফলে নিষেধাজ্ঞা কার্যকর করা কতটা সম্ভব সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন ভারতীয় এই সাংবাদিক৷
নতুন দিল্লির গণমাধ্যম ইনস্টিটিউটের আনন্দ প্রধান ডিডাব্লিউ'কে বলেন, সামাজিক যোগাযোগের সাইটগুলোর তথ্য নিয়ন্ত্রণ করা খুব কঠিন একটা কাজ৷ কেননা সেখানে প্রতি মিনিটে লক্ষ লক্ষ বার্তা পোস্ট করা হয়৷ তিনি বলেন, নিয়ন্ত্রণের চেয়ে কীভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে সে ব্যাপারে জনগণকে সচেতন করে তোলা যেতে পারে৷ এসব ক্ষেত্রে স্বেচ্ছা-নিয়ন্ত্রণ বিষয়টা বেশি কাজে লাগে৷
প্রতিবেদন: তনুশ্রী শর্মা সাধু / জেডএইচ
সম্পাদনা: দেবারতি গুহ