1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Solar power/Tuktuk/Bangkok

২ জুলাই ২০১০

দক্ষিণ এশিয়ায় বা দক্ষিণপূর্ব এশিয়ায় রিক্সা এক এক দেশে এক এক রকম৷ হাতে টানা রিক্সা, সাইকেল রিক্সা আবার যন্ত্রচালিত অটোরিক্সা৷ ব্যাংককে অটোরিক্সারই নাম টুকটুক৷

https://p.dw.com/p/O8jt
ব্যস্ত শহর ব্যাংকক (ফাইল ছবি)ছবি: picture-alliance/ dpa

কয়েকদিন আগ পর্যন্ত হালকা একটা ডিজেল ইঞ্জিন লাগানো ছিল তাতে৷ তবে এবার টুকটুক চলবে সৌর শক্তিতে৷ ব্যাংককে আবারো জনপ্রিয় হতে যাচ্ছে এই টুকটুক৷

প্রথমে টুকটুক চালানো হত হাতে টেনে৷ এরপর ছোট আকারের ডিজেল ইঞ্জিন জুড়ে দেয়া হয়েছিল তাতে৷ ব্যাংককে মোটর সাইকেল এবং রিক্সার সংমিশ্রণে তৈরি এই টুকটুকের সংখ্যা প্রায় ৮ হাজার৷ তবে শুধু টুকটুক নয় ব্যাংককের রাস্তায় শোভা পাচ্ছে ট্যাক্সি, স্কাই ট্রেন৷ এর পাশে টুকটককে একটু ম্লানই মনে হয়৷ প্রায় হারিয়েই যাচ্ছিল টুকটুক ব্যংককের মানচিত্র থেকে৷

তবে টুকটুকে আসছে বিশাল পরিবর্তন৷ পরিবেশ বান্ধব করে গড়ে তোলা হচ্ছে টুকটককে৷ একবিংশ শতাব্দীর সঙ্গে মানানসই হবে অত্যন্ত আধুনিক এই টুকটুক৷ কীভাবে ?

থাইল্যান্ডের সাবেক এয়ার মার্শাল মোরাকট চর্নসমুরাদ সর্বপ্রথমে পরিবেশ বান্ধব টুকটকের কথা ভাবেন৷ যে টুকটুক দ্রুত গতিতে চলবে অথচ পরিবেশ দূষণ করবে না৷ সবুজ ব্যাংকককে সবুজ রাখা যাবে৷ বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, আমাদের দেশের পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, সবাই চাইবে টুকটুকে চড়ে ঘুরে বেড়াতে৷

মার্শাল মোরকট একটি টুকটুক তৈরি করেছেন যা চলছে সৌর শক্তির সাহায্যে৷ কোন ক্ষতিকর ধোঁয়া বেরুচ্ছে না টুকটুক থেকে৷ ব্যাটারিতে চলছে এবং চলার সময় প্রয়োজনীয় জ্বালানি বা শক্তি নিচ্ছে সূর্যের আলো থেকে৷ নিঃশব্দে চলে এই টুকটুক, অনায়াসেই যেতে পারে ৮০ কিলোমিটার৷ তবে যে ব্যাটারির প্রয়োজন তা চার্জ করতে সময় নেয় তিন ঘন্টা, প্রতিবার চার্জ করতে খরচ পড়বে ১০ বাথ৷ ব্যস! এর পাশাপাশি একই খরচে অন্যান্য যানবাহন যাবে ৬০ কিলোমিটার এবং মাঝে কয়েকবার তেল নেওয়ার জন্য থামতে হবে৷

অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এই টুকটুক অত্যন্ত আকর্ষণীয় একটি যানবানহন হবে বলে মন্তব্য করেছেন মার্শাল মোরাকট৷ পর্যটকদের জন্যও তা হতে পারে ঘুরে-বেড়ানোর আদর্শ যানবাহন৷

সৌর শক্তির ইঞ্জিনের দাম পড়বে প্রায় তিন লক্ষ কুড়ি হাজার বাথ৷ মার্শাল মোরাকট চেষ্টা করছে সরকারের কাছ থেকে ভর্তুকি আদায়ের, যেন টুকটুক চালকরা সৌর শক্তির উপযোগী ইঞ্জিন কিনতে পারে৷

পরিবেশবাদী গ্রুপ গ্রিনপিসের সদস্য তারা বাউকামশ্রি জানান, সাধারণ টুকটুক পরিবেশের ক্ষতি করছে৷ সেই তুলনায় বিদ্যুৎ এবং সৌর শক্তির সাহায্যে চালিত টুকটুক পরিবেশ রক্ষায় সহায়ক হবে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক