1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেক্সাসে ফের শুরু গর্ভপাত

১০ অক্টোবর ২০২১

টেক্সাসের সেনেট আইন করে গর্ভপাত বন্ধ করে দিয়েছিল। আদালত সেই আইনের উপর স্থগিতাদেশ ঘোষণা করেছে।

https://p.dw.com/p/41QPk
গর্ভপাত বিতর্ক
ছবি: STRF/STAR MAX/IPx/picture alliance

গত সেপ্টেম্বরে বিতর্কিত গর্ভপাত-বিরোধী আইন চালু হয়েছিল টেক্সাসে। যা নিয়ে একাধিক মানবাধিকার সংগঠন আন্দোলনে নেমেছিল। বৃহস্পতিবার টেক্সাসের ডিস্ট্রিক্ট আদালত জানিয়ে দিল, আপাতত ওই আইনের উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। ফলে ফের গর্ভপাত করাতে পারবেন নারীরা।

সেপ্টেম্বরে টেক্সাসের সেনেট যে আইন তৈরি করেছিল, তাতে বলা হয়, ছয় সপ্তাহ পেরিয়ে গেলে নারীরা আর গর্ভপাত করাতে পারবেন না। কারণ, ছয় সপ্তাহ পরে ভ্রূণের হৃৎস্পন্দন শোনা যায়। কিন্তু সমস্যা হলো, অধিকাংশ নারীই ছয় সপ্তাহের মধ্যে প্রগনেন্সি বুঝতে পারেন না। ফলে গর্ভপাত করতে চাওয়া নারীদের মাথায় হাত পড়েছিল। অনেকে অন্য রাজ্যে গিয়ে গর্ভপাত করাচ্ছিলেন। কেউ পার্শ্ববর্তী মেক্সিকোয় চলে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক বলেন, দেশের সংবিধানকে অমান্য করা হয়েছে টেক্সাসের ওই আইনে। শুধু তা-ই নয়, এর আগে সুপ্রিম কোর্ট এ বিষয়ে যে রায় দিয়েছে, টেক্সাসের আইন তারও বিরোধী। সেকারণেই আপাতত আইনটির উপর স্থগিতাদেশ ঘোষণা করেছেন তিনি।

স্থগিতাদেশ ঘোষণা হতেই বিভিন্ন গর্ভপাত কেন্দ্রগুলি খুলে গেছে। নোটিস দিয়ে জানানো হয়েছে, আদালতের রায় মেনে সেন্টারগুলি খোলা হয়েছে।

তেমনই এক সেন্টারের কর্মকর্তা ডিডাব্লিউকে জানিয়েছেন, ফের কবে আইন কার্যকরী হবে, তা নিয়ে দুশ্চিন্তা আছে। ফলে আদালতের রায় আসার সঙ্গে সঙ্গে সেন্টারগুলিতে ভিড় উপচে পড়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)