1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেনিস ব়্যাংকিংএ জকোভিচের শীর্ষস্থান অক্ষুন্ন

৯ আগস্ট ২০১১

চলতি বছর অস্ট্রিলিয়ান ওপেন এবং উইম্বলডন জিতেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ৷ উইম্বলডন জিতে টেনিসে শীর্ষ জায়গাটি প্রথমবারের মত দখল করেন এই সার্বিয়ান৷ ফলে অবসান ঘটে দীর্ঘ প্রায় এক দশকের ফেডেরার-নাদাল আধিপত্যের৷

https://p.dw.com/p/12D3j
Novak Djokovic reacts as he lifts up the WImbledon men's singles trophy in Belgrade, Serbia, Monday, July 4, 2011. Djokovic received a rapturous welcome in Serbia on Monday following his triumph at Wimbledon and on his first day as the world's top-ranked tennis player. (Foto: Marko Drobnjakovic/AP/dapd)
নোভাক জকোভিচছবি: dapd

এটিপি প্রকাশিত সর্বশেষ ব়্যাংকিংএ নিজের শীর্ষস্থানটি ধরে রেখেছেন জকোভিচ৷ পাশাপাশি দ্বিতীয় অবস্থানে থাকা রাফায়েল নাদাল থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন তিনি৷ এই মুহূর্তে তার পয়েন্ট ১২,৮৬০৷ স্প্যানিশ নাদালের পয়েন্ট এন ১১,৭৭০৷ তার পরে বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন সুইস তারকা রজার ফেডেরার৷ তার পয়েন্ট ৯,৭১০৷ এরপরে রয়েছেন ব্রিটেনের অ্যান্ডি মারে এবং সুইডেনের রবিন সোডারলিং৷

এদিকে টরন্টোর টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রমীলা টেনিসের সাবেক এক নম্বর ভেনাস উইলিয়ামস৷ ছয় সপ্তাহ আগে উইম্বলডনের চতুর্থ রাউন্ড পর্যন্ত টিকে ছিলেন তিনি৷ এরপর থেকে টেনিস থেকে দূরে রয়েছেন উইলিয়ামস ভগ্নিদ্বয়ের বড়জন৷ টরন্টো মার্স্টার্স টুর্নামেন্টে খেলার জন্য বেশ কয়েকদিন আগেই তিনি টরন্টোতে আসেন৷ সঙ্গে ছিলেন ছোট বোন সেরেনা উইলিয়ামস৷ তবে রোববার ভেনাস বললেন, ‘‘আমি এখানে কয়েকদিন আগে থেকেই অনুশীলন শুরু করেছি৷ কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না৷ ডাক্তার জানিয়েছেন আমাকে ভাইরাসে আক্রমণ করেছে৷ তাই দুর্ভাগ্যজনকভাবে আমার আর খেলা হচ্ছে না৷'' খেলতে না পারায় বেশ হতাশ হয়েছেন এই সাবেক শীর্ষ খেলোয়াড়৷ জানা গেছে, ভেনাসের জায়গায় খেলবেন চীনের ঝাং সুই৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ