টেনিস বিরহ শুরু হয়েছে অ্যান্ডি মারের
১৭ জুন ২০১৩বিরহ-মিলন ভালোবাসার খেলা বলেই জানা ছিল৷ সেটা যে টেনিসের ক্ষেত্রেও প্রযোজ্য, তা কে জানতো! আর অ্যান্ডি মারে তো জীবনে টেনিস কম খেলেননি৷ পেশা হিসেবে খেলেছেন৷ উচ্চ পর্যায়ে খেলেছেন৷ গ্র্যান্ড স্ল্যাম – ইউএস ওপেন – জেতা থেকে অলিম্পিক গোল্ড মেডেল পাওয়া, সব কিছুই হয়ে গিয়েছে তাঁর৷ তাহলে বিরহ আসে কোথা থেকে?
মারে নিজেই বলেছেন: ‘‘কোনো জিনিসকে রোজকার বলে ধরে নেওয়াটা খুবই সহজ৷ গত সাত বছর ধরে আমি প্রায় প্রতিটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে খেলেছি৷'' কাজেই এবার রোল্যাঁ গারোয় অ্যাকশনে থাকতে না পেরে, টেলিভিশনে খেলা দেখতে হয়েছে বলে মারে সেই গ্র্যান্ড স্ল্যাম খেলার অভিজ্ঞতাটাকে খুবই মিস করেছেন৷ মনে হয়েছে, কবে আবার তিনি কোর্ট ফিরতে পারবেন, প্রতিযোগিতায় নামতে পারবেন৷
তাঁর যে প্রতিযোগিতা ভালো লাগে, টুর্নামেন্টে খেলতে ভালো লাগে, সেটাই নতুন করে উপলব্ধি করেছেন অ্যান্ডি মারে৷ মে মাসে রোম মাস্টার্সে তাঁর পিঠের ইনজুরি ফিরে আসার পর খেলায় বিরতি দিয়েছিলেন৷ গত বুধবার আবার কোর্টে ফেরেন, কুইন্স-এ৷ একদিনের মধ্যে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দু'টি ম্যাচ খেলে – এবং জিতে – প্রমাণ করে দেন যে, তাঁর টেনিস খেলার খিদে বা জেতার খিদে কিছুমাত্র কমেনি৷
কুইন্স মানে উইম্বলডনের প্রস্তুতি৷ ওদিকে মারে যে গ্রাস কোর্টে একজন দুর্ধর্ষ প্রতিযোগী, সেটা টেনিস সার্কিটে কাউকে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না৷ বিরহজ্বালা থেকে মিলনসুধার স্বাদ পাওয়া এই অ্যান্ডি মারেকে যদি উইম্বলডনে মারকাটারি রোম্যান্টিক রোলে দেখতে পাওয়া যায়, তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না৷
ও হ্যাঁ, প্রেমিকার নামটা মনে রাখবেন: টেনিস, লন টেনিস৷ প্যারিস হিল্টন যেমন হোটেল নন, সেরকম আর কি!
এসি/ডিজি (এএফপি)