টোকিও অলিম্পিকের মশাল দৌড় শুরু
২৬ মার্চ ২০২১করোনার কারণে কোনো দর্শক ছাড়াই সেখানে টর্চ রিলের মূল অনুষ্ঠান হবে৷ রাস্তায় দাঁড়িয়ে টর্চ রিলে দেখা যাবে, তবে সেজন্য যথার্থ সুরক্ষাবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
ফুকুশিমার উত্তর-পূর্বাঞ্চল থেকে শুরু হয় এই রিলে৷ সেখানে ২০১১ সালে ভূমিকম্প, সুনামিতে ফুকুশিমা পারমাণবিক চুল্লির বিপর্যয়ে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল৷
জাপানের ক্রীড়াবিদ আজুসা ইওয়াশিমিজু প্রথম মশাল হাতে নিয়ে দৌড়ান৷ এই অনুষ্ঠানে কোনো দর্শক ছিল না৷ পুরো অনুষ্ঠানটি স্ট্রিমিং করে লাইভ দেখানো হয়েছে৷ আয়োজক এবং জাপান সরকার অলিম্পিক আয়োজনের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেও দেশের ৮০ ভাগ মানুষ মনে করেন করোনাকালে এই আয়োজন স্থগিত বা বাতিল করা উচিত ছিল৷
জাপানে এখনো সাধারণ মানুষ টিকা নেয়ার সুযোগ পাননি৷ করোনার সংক্রমণে দেশটিতে এ পর্যন্ত ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷
মশাল দৌড়ে ১০ হাজার দৌড়বিদ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে৷ এপ্রিলে ভেন্যুর ধারণক্ষমতা ঘোষণা করা হবে৷ এ বছর বিদেশি দর্শকদের ছাড়াই টোকিওতে অলিম্পিকের আয়োজন হবে৷ গত বছরের ২৪শে জুলাই অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ করোনার কারণে তা এক বছরের জন্য স্থগিত করা হয়৷ ২৩ শে জুলাই টোকিওতে শুরু হচ্ছে অলিম্পিক, যা ৮ আগস্ট পর্যন্ত চলবে৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)
গতবছর ১৯ মার্চের ছবিঘরটি দেখুন...