1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প-নীতির বিরোধিতায় ম্যার্কেল, মাক্রোঁ

২৫ জানুয়ারি ২০১৮

সুইজারল্যান্ডের ডাভোসে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম৷ মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার সেখানে বক্তব্য রাখবেন৷ তার আগে বুধবার বক্তব্য দেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷

https://p.dw.com/p/2rUBc
Schweiz Davos - Angela Merkel beim World Economics Forum (WEF)
ছবি: picture-alliance/AP Photo/Keystone/L. Gillieron

এ সব বক্তব্যে ম্যার্কেল ও মাক্রোঁ বিশ্বায়ন ও মুক্ত বাণিজ্য চুক্তির সমর্থনে কথা বলেন৷ কারণ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ‘অ্যামেরিকা ফার্স্ট' নীতিতে দেশ পরিচালনা করছেন৷ ফলে বিশ্ব বাণিজ্যের বিন্যাসে কিছু পরিবর্তন এসেছে৷ এই অবস্থায় ব্যবসায়ীসহ অন্যান্য অর্থনীতিকে আশস্ত করতে চেয়েছেন ম্যার্কেল, মাক্রোঁ ও ইটালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনি৷

জার্মান চ্যান্সেলর ম্যার্কেল বলেন, ‘‘আমাদের বিশ্বাস, বিচ্ছিন্নতাবাদ আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবেনা৷ তাই আমাদের একে অপরকে অবশ্যই সহযোগিতা করতে হবে৷ প্রোটেকশনিজম বা সংরক্ষণবাদী নীতি সঠিক উত্তর নয়৷'' তিনি বলেন, এই মুহূর্তে অনেক বেশি ‘জাতীয় অহংবাদ' দেখা যাচ্ছে৷ তাই বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের যে মটো ‘চিড় ধরা বিশ্বে অংশগ্রহণমূলক ভবিষ্যৎ তৈরি' তার প্রশংসা করেছেন জার্মান চ্যান্সেলর৷

Reshaping globalization

ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ বলেন, বিশ্বায়ন আজ গভীর সংকটে৷ ইংরেজি ও ফরাসি ভাষায় দেয়া তাঁর এক ঘণ্টার বক্তৃতায় তিনি সংরক্ষণবাদী নীতিরও বিরোধিতা করেন৷

ইটালির প্রধানমন্ত্রী জেন্তিলোনি বলেন, একজন নেতা ‘প্রথমে আমার দেশ' বলতেই পারেন৷ কিন্তু একে অপরের সঙ্গে বাণিজ্যের মাধ্যমেই অর্থনৈতিক প্রবৃদ্ধি আসে, সংরক্ষণবাদী নীতির মাধ্যমে নয়৷

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্র ১১ দেশের মধ্যে থাকা বাণিজ্য চুক্তি (ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ) থেকে সরে দাঁড়িয়েছে৷ এছাড়া ক্যানাডা ও মেক্সিকোর সঙ্গে সই হওয়া ‘নর্থ অ্যামেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট' নিয়ে পুনরায় আলোচনা করতে চেয়েছে যুক্তরাষ্ট্র৷ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈশ্বিক চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প৷

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ডাভোস পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ সফর শুরুর আগে করা এক টুইটে তিনি বলেন, অ্যামেরিকার অর্থনীতি কত ভাল করছে তা বিশ্বকে জানাতে তিনি ডাভোস যাচ্ছেন৷

জেডএইচ/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য