ট্রাম্প সম্পর্কে আসাদ
১৬ নভেম্বর ২০১৬পর্তুগালের আরটিপি রাষ্ট্রীয় টেলিভিশনকে আসাদ বলেন যে, ট্রাম্প তাঁর প্রাক-নির্বাচনি মনোভাবে অচল থাকবেন কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন৷ ‘‘তিনি কী করবেন, সে বিষয়ে আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়, কিন্তু তিনি যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগ্রাম করতে চান, তাহলে স্বভাবতই আমরা মিত্র হব, স্বাভাবিক মিত্র, যেমনটি রাশিয়া, ইরান ও আরো অনেক দেশ হয়েছে,'' সাক্ষাৎকারে এমনটিই বলেছেন আসাদ৷
‘‘আমি বলব, এটা আশাজনক৷ কিন্তু উনি (ট্রাম্প) কি তা করতে পারবেন?’’ প্রশ্ন তোলেন আসাদ৷ ‘‘উনি কি ওদিকে এগোতে পারবেন? মার্কিন প্রশাসনের ভিতরে যে বিরূপ প্রবণতা আছে, যে মেইনস্ট্রিম মিডিয়া ওঁর বিরুদ্ধে ছিল, তাদের ব্যাপারে উনি কী করবেন?''
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হানা চালাচ্ছে৷ এছাড়া যুক্তরাষ্ট্র সিরীয় বিদ্রোহীদেরও সাহায্য করছে৷ ডোনাল্ড ট্রাম্প কিন্তু গত মার্চ মাসেই নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আসাদ এবং (আইএস-এর) বিরুদ্ধে যুগপৎ যুদ্ধ করতে যাওয়ার পন্থা পাগলামি ও বোকামি৷’’ এছাড়া ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতিসাধনের কথাও বলেছেন৷
মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে কিন্তু মঙ্গলবার একটি উভয়দলীয় প্রস্তাবে আসাদ সরকারের আর্থিক মদতকারীদের উপর চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়৷ অন্য একটি বিলে ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার মেয়াদ বাড়ানো হয়৷ সিরিয়া বিলটিতে স্টেট ডিপার্টমেন্টকে যুদ্ধাপরাধ সংক্রান্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করার অধিকার দেওয়া হয়েছে৷ দু'টি বিলই এরপর সেনেটে যাবে৷ তবে হাউসের রিপাবলিকান স্পিকার পল রায়ান তাঁর টুইটে বলেছেন, ‘‘রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা সিরীয় জনগণের বিরুদ্ধে একটানা বর্বরতার দরুণ আসাদ প্রশাসনকে বিচ্ছিন্ন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে৷''
অন্যদিকে সিরিয়া যুদ্ধ বিষয়ে জাতিসংঘের বিশেষ মধ্যস্থতাকারী স্টাফান দে মিস্তুরা ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ান' পত্রিকাকে দেয়া একটি সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছেন যে, সংলাপের মাধ্যমে শান্তি অর্জনের পরিবর্তে আসাদ যদি সামরিকভাবে পুরোপুরি জয়ী হন, তাহলে সিরিয়া ও ইউরোপে সুন্নি সন্ত্রাসবাদের প্রকোপ বৃদ্ধি পাবে৷ এমনকি আসাদের সামরিক জয়ের ক্ষেত্রে সিরিয়ায় দীর্ঘমেয়াদি গেরিলা যুদ্ধের ভবিষ্যদ্বাণীও করেছেন দে মিস্তুরা৷
এসি/এসিবি (ডিপিএ, এএফপি, এপি, রয়টার্স)