ট্রাম্পের ডানা ছাঁটার তোড়জোড় করছে বিরোধীরা
৯ জানুয়ারি ২০২০কাউকে কিছু না জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যেভাবে ইরানের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেই বিষয়টি মার্কিন সংসদের একাংশের মোটেই পছন্দ হয় নি৷ দেশকে কার্যত যুদ্ধের মুখে ঠেলে দেবার মতো ঝুঁকি নেবার আগে জনপ্রতিনিধিদের সঙ্গে শলাপরামর্শ করা উচিত ছিল বলে অনেক সংসদ সদস্য মনে করেন৷ আপাতত যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনা কমানোর উদ্যোগ নিলেও ভবিষ্যতে প্রেসিডেন্ট ট্রাম্প যাতে একাই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নিতে না পারেন, সেই লক্ষ্যে একটি প্রস্তাব আনতে চলেছেন বিরোধী ডেমোক্র্যাট দলের সংসদ সদস্যরা৷
গত সপ্তাহে ইরাকে কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডের পক্ষে ট্রাম্প প্রশাসন যে যুক্তি দেখিয়েছে, বিরোধী ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলের একাংশও তা মেনে নিতে পারছে না৷ গোয়েন্দা সংস্থার তথ্যপ্রমাণ যাচাই করার সুযোগ পেয়েও তাঁরা মোটেই এমন সিদ্ধান্তের প্রয়োজনীয়তা দেখছেন না৷ নিম্ন কক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি এ বিষয়ে এমনকি প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বক্তব্য নস্যাৎ করে দেন৷ তাঁর মতে, অ্যামেরিকার মানুষকে নিরাপদে রাখতে প্রেসিডেন্টের কোনো সুসঙ্গত কৌশল নেই৷ তাই ট্রাম্পের ক্ষমতায় রাশ টানতে বৃহস্পতিবার নিম্ন কক্ষে আইনের এক খসড়া নিয়ে ভোটাভুটি হবে৷ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সেই আইন পাশ হলেও সেনেটে সেটির ভবিষ্যৎ অনিশ্চিত৷
উল্লেখ্য, ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট' অনুযায়ী কোনো মার্কিন প্রেসিডেন্ট কোনো বড় সামরিক অভিযান সম্পর্কে কংগ্রেসকে আগে থেকে জানাতে বাধ্য৷ অথচ ট্রাম্প সোলেইমানি হত্যার নির্দেশ দেবার সময় চরম গোপনীয়তার আশ্রয় নিয়েছিলেন৷ এ ক্ষেত্রে হাতে কম সময় ছিল বলে ট্রাম্প প্রশাসন যে যুক্তি দেখিয়েছে, বিরোধী নেতারা তা মানতে নারাজ৷ এমনকি ভবিষ্যতেও ইরান সম্পর্কে ট্রাম্পের কোনো স্পষ্ট নীতি আছে কি না, সে বিষয়েও তাঁরা সংশয় প্রকাশ করেছেন৷
ট্রাম্পের ক্ষমতায় রাশ টানতে বিরোধীদের উদ্যোগ নিয়ে আইনি বিতর্কও চলছে৷ রিপাবলিকান দলের মতে, বিরোধীদের আনা বিশেষ ধরনের এই প্রস্তাবে প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন না হলেও সেটি আইন হিসেবে কার্যকর হতে পারে না৷ ডেমোক্র্যাটদের মতে, সেনেটেও প্রস্তাবটি অনুমোদিত হলে সেটি আইনসিদ্ধ হবে৷ এখনো পর্যন্ত কোনো ফেডারেল আদালত এ বিষয়ে চূড়ান্ত রায় দেয় নি৷
শেষ পর্যন্ত ডেমোক্র্যাট দল সফল হলে যুদ্ধকালীন আইন সম্বল করে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো দেশের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দিতে পারবেন না৷
এসবি/কেএম (এএফপি, এপি)