আরো একটি মুসলিমপ্রধান দেশের সঙ্গে সম্পর্ক চায় ইসরায়েল
২৭ ডিসেম্বর ২০২০ইতিমধ্যে মুসলিম বিশ্বের চারটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে ইসরায়েল৷ পরবর্তী দেশ হিসেবে এশিয়ার কোন একটিকে বেছে নিতে চাইছে৷
তবে সম্পর্ক স্থাপনকারী সম্ভ্যাব্য দেশের তালিকায় এই মুহূর্তে মুসলিম বিশ্বের দুটি দেশের নাম রয়েছে বলে জানান ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতামন্ত্রী ওফির আকুনিস৷
ইসরায়েলের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশ দুটির নাম উল্লেখ না করলেও আকুনিস জানান, সম্ভাব্য রাষ্ট্র দুটির একটি হতে পারে ওমান৷ তবে তালিকায় সৌদি আরব নেই বলে তিনি জানান৷
তালিকায় থাকা দ্বিতীয় রাষ্ট্রটি দক্ষিণ-পূর্ব এশিয়ার হতে পারে৷ তবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান এ তালিকায় নেই বলে জানান৷
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় ইতিমধ্যে মুসলিম বিশ্বের চারটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে মধ্যপ্রাচ্যের দেশটি৷ জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হবে৷
ট্রাম্পের সহায়তায় অর্থাৎ তার বিদায়ের আগেই পঞ্চম কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চলছে বলে জানানো হয়৷
ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনকারী পরবর্তী দেশ কোনটি হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মহলেও চলছে বিশ্লেষণ৷
তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে সমর্থন করবে না৷ একই কথা বলেছে এ অঞ্চলের আরেক মুসলিম দেশ মালয়েশিয়াও৷
দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশ বাংলাদেশ জানিয়েছে তারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী নয়৷
আরআর/এফএস (রয়টার্স)
১৬ সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...