1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ট্রাম্পের বয়স নিয়ে বাইডেনের মশকরা

১৮ মার্চ ২০২৪

আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বয়স ও মানসিক অবস্থা সম্পর্কে ঠাট্টা করেও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বিপদের আশঙ্কা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ পরাজয় ঘটলে ট্রাম্প রক্তগঙ্গা ও গৃহযুদ্ধের হুমকি দিয়েছেন৷

https://p.dw.com/p/4dptU
হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন জো বাইডেন
জো বাইডেন (ফাইল ছবি)ছবি: Andrew Harnik/AP/picture alliance

মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের আনুষ্ঠানিক মনোনয়ন ও দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসে প্রবেশের স্বপ্ন দেখছেন ডনাল্ড ট্রাম্প৷ সেই পথে তিনি কোনো বাধা বরদাস্ত করবেন না, এমনটাই বার বার বুঝিয়ে দিচ্ছেন অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট৷ তিনি যে পরাজয় পছন্দ করেন না, গত নির্বাচনে ফল প্রকাশের পর তার আচরণ তা স্পষ্ট করে দিয়েছে৷ এবারেও পরাজয়ের মুখ দেখলে দেশে ‘রক্তগঙ্গা' ও গৃহযুদ্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প৷

এমন রণংদেহী অবস্থান সত্ত্বেও ট্রাম্পকে প্রকাশ্যে অবজ্ঞা করার পথ বেছে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ রোববার তিনি এক নৈশভোজে তিনি রসিকতা করে বলেন, এক প্রার্থীর বয়স বড্ড বেশি এবং তিনি মানসিকভাবে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন৷ সেইসঙ্গে তিনি বলেন, ‘‘দ্বিতীয় জন হলাম আমি৷'' উল্লেখ্য, ৮১ বছর বয়সি বাইডেনের সঙ্গে ৭৭ বছর বয়সি ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার কারণে অ্যামেরিকার এবারের নির্বাচনে বয়স নিয়ে অনেক তর্কবিতর্ক চলছে৷ কোভিড মহামারির পর অ্যামেরিকার অর্থনীতি চাঙ্গা করার কৃতিত্ব তুলে ধরেন বাইডেন৷ মসকরা করে তিনি বলেন, অ্যামেরিকার মানুষের শরীরে ইঞ্জেকশন করে ব্লিচ না ঢুকিয়েই সেটা সম্ভব হয়েছে৷ মহামারির সময়ে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এক ডাক্তারকে রোগীদের শরীরে জীবাণুনাশক ইঞ্জেকশন দিয়ে নিরাময় করা যায় কিনা, সেই প্রশ্ন করেছিলেন৷ বাইডেন বিষয়টা হাসি-ঠাট্টা নয়, বাস্তবে সত্যি গুরুত্বপূর্ণ৷

রাশিয়ায় ভ্লাদিমির পুটিন ক্ষমতার রাশ আরো পাকাপোক্ত করার পর ইউরোপের বিরুদ্ধে আগ্রাসন আরো জোরদার করতে পারেন, এমন আশঙ্কার উল্লেখ করে বাইডেন বলেন তার পূর্বসূরি পুটিনের সামনে মাথা নত করে বলছেন, ‘‘আপনার যা খুশি করুন৷'' নৈশভোজের টেবিলে এস্টোনিয়ার প্রধানমন্ত্রী কাইয়া কালাসের দিকে তাকিয়ে বাইডেন বলেন, ‘‘আমরা মাথা নত করবো না, তারা মাথা নত করবে না এবং আমি মাথা নত করবো না৷''

আগামী নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের পরাজয় ঘটলে আবার মার্কিন সংসদের উপর হামলার মতো ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ শনিবার ট্রাম্প এমন অবস্থায় ‘রক্তগঙ্গা' ও গৃহযুদ্ধের হুমকি দেওয়ার পর বাইডেন ক্যাম্পেনের মুখপাত্র জেমস সিংগার বলেন, ট্রাম্প ৬ই জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি চাইছেন৷ কিন্তু অ্যামেরিকার জনগণ তার চরমপন্থা, সহিংসতার প্রতি আকর্ষণ ও তার প্রতিশোধস্পৃহা প্রত্যাখ্যান করবেন৷

এসবি/কেএম (রয়টার্স, এএফপি)