মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
২১ ডিসেম্বর ২০১৮আগামী ফেব্রুয়ারি নাগাদ পদত্যাগ করবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা চিঠিতে তিনি তাঁর পদত্যাগের কথা জানিয়েছেন৷ তবে ট্রাম্প টুইটারে সেটিকে ‘অবসর' বলে দাবি করেছেন৷
ম্যাটিসের এই সিদ্ধান্তের কারণ সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ট্রাম্পের ঘোষণা, কেননা, ট্রাম্প তাঁর নিরাপত্তা উপদেষ্টা এবং শীর্ষ কর্মকর্তাদের অগ্রাহ্য করে নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন৷ এছাড়া আফগানিস্তান থেকেও ৭ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প৷
পদত্যাগের চিঠিতে ম্যাটিস লিখেছেন, ‘‘যুক্তরাষ্ট্রের উচিত তার মিত্র দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করা এবং তাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানানো৷ পাশাপাশি রাশিয়া ও চীনের মতো দেশগুলোর কাছে তার অবস্থান স্পষ্ট করা উচিত৷ আমাদের সমাজ, সম্পদ এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখেই সব সিদ্ধান্ত নেয়া উচিত৷''
এরপর তিনি লিখেছেন, প্রেসিডেন্টের এমন কাউকে প্রতিরক্ষামন্ত্রী করা উচিত, যাঁর সাথে তাঁর দৃষ্টিভঙ্গি ও মতামত মেলে৷
রিপাবলিকান নেতাদের অনেকেই ম্যাটিসের এই পদত্যাগে মনক্ষুন্ন হয়েছেন৷ রিপাবলিকান সেনেটর মার্কো রুবিডো টুইটারে লিখেছেন, ‘‘জেনারেল ম্যাটিসের পদত্যাগের চিঠি পড়লাম৷ এটা থেকে স্পষ্ট যে, আমাদের নীতি ভুল পথে পরিচালিত হচ্ছে, যা রাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনবে৷ পাশাপাশি আমাদের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাবে৷''
ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই তিনি ম্যাটিসের উত্তরাধিকারীর নাম ঘোষণা করবেন৷ ট্রাম্পের অবিরাম পরিবর্তিত মন্ত্রিসভার শক্তিশালী সদস্য ছিলেন চার তারকার অধিকারী এই জেনারেল, যিনি একসময় নৌবাহিনীর প্রধান ছিলেন৷ গত পাঁচ মার্কিন প্রেসিডেন্টের তুলনায় ট্রাম্পের শাসনামলে মন্ত্রিসভায় সবচেয়ে বেশি রদবদল হয়েছে বলে জানিয়েছে ব্রুকিংস ইন্টটিটিউশন৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)