ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
৩০ মে ২০২৩বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রশাসন) রেজওয়ানুর রহমান। মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার।
এতে দুদক থেকে বলা হয়, গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের তহবিল থেকে অর্থ আত্মসাতের বিষয়ে দুদকের কাছে অভিযোগ করা হলে আইন ও বিধি অনুসারে অনুসন্ধান করা হয়। এই অনুসন্ধানে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ বোর্ড সদস্যগণের বিরুদ্ধে আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করা হয়। এ কারণে অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
জেকে/কেএম (সমকাল, বাংলা ট্রিবিউন)