ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে
৮ মে ২০২৩ওই মামলা বাতিলের আবেদন খারিজের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল সোমবার খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷
বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসের করা এই আবেদন খারিজ করে এ আদেশ দেন৷ এর ফলে ড. ইউনূস ও আরও তিনজনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলবে৷
যদিও আপিল বিভাগের পূর্ণাঙ্গ আদেশ এখনো বিস্তারিত জানা যায়নি৷ আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন৷ রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান৷
আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘‘শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গ্রামীণ টেলিকমের ড. মুহম্মদ ইউনুসসহ আরও তিন জনের বিরুদ্ধে ২০২১ সালে ৯ সেপ্টেম্বর মামলাটি দায়ের করে৷''
‘‘সুপ্রিম কোর্টের আদেশের পর শ্রম আদালতের এই মামলার বিচার কার্যক্রম পুনরায় চালু করতে কোনো আইনি বাধা নেই৷''
অধ্যাপক ইউনূসের পক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, গ্রামীণ টেলিকম একটি অলাভজনক প্রতিষ্ঠান, তার ক্লায়েন্ট গ্রামীণ টেলিকমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন৷
উল্লেখ্য, ২০২১ সালের ১২ অক্টোবর ঢাকার একটি শ্রম আদালত শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী ড. ইউনূসকে জামিন দেন৷
মামলায় শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে৷ এর মধ্যে আছে কয়েকজন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি৷ শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি৷ এছাড়া শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি৷
জেকে/জেডএইচ (ডেইলি স্টার)