চ্যাম্পিয়নস লিগ
১৮ সেপ্টেম্বর ২০১৩সাঁও পাওলো স্টেডিয়ামে যাওয়া মানে যেন সিংহের খাঁচায় ঢোকা, নাপোলির সাপোর্টাররা এমনই বস্তু৷ কিন্তু ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ-এর তাতে ভয় পাবার কথা নয়৷ বুন্ডেসলিগার চলতি মরশুমে ডর্টমুন্ড প্রথম পাঁচটি খেলাতেই জিতেছে; তাদের মধ্যে শেষেরটিতে গত শনিবার, যে খেলায় ডর্টমুন্ড হামবুর্গকে বিধ্বস্ত করে ৬-২ গোলে৷
কোচ রাফায়েল বেনিতেজ-এর নাপোলি দল এখন ইটালির সেরিয়ে ‘আ'-র পয়েন্টের তালিকার শীর্ষে, যা ২৩ বছর আগে মারাদোনা স্বয়ং নাপোলি-র হয়ে খেলার সময় শেষবার ঘটে৷
অবশ্য এবারেও নাপোলি চমকে দেবার মতো ভালো খেলছে: প্রথম তিনটে খেলায় ন'টা গোল করেছে৷ সিরিয়ে আ'-র টপ স্কোরার এখন নাপোলির মারেক হামসিক৷ দুই নতুন সাইনিং জোসে কাইয়োজন এবং গঞ্জালো ইগুয়াইন-ও দিব্বি ফর্মে৷
ডর্টমুন্ডের দুই নতুন সাইনিং হেনরিক মিকিতারিয়ান এবং পিয়ের-এমরিক ওবামেইয়াং অবলীলাক্রমে দলের সঙ্গে মিশে গেছে ও হামবুর্গের বিরুদ্ধে খেলাতেই তাদের কার্যকারিতা দেখিয়েছে গোল করে৷ ক্লপ অবশ্য বুধবার ক্যাপ্টেন সেবাস্টিয়ান কেল-কে পাবেন না৷ কেল গত রবিবার ট্রেনিং-এর সময় গোড়ালির লিগামেন্টে চোট পেয়ে বসে আছেন৷
বার্সার দরকার ‘খুনি মনোবৃত্তি'
বার্সেলোনার সাবেক কোচ টিটো ভিলানেভা-র অসুস্থতার দরুন দায়িত্ব নেন বর্তমান কোচ জেরার্দো মার্তিনো৷ এবার আয়াক্স আমস্টারডাম আসছে বার্সেলোনার নু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের খেলায়৷ মার্তিনো নিশ্চয় ভাবছেন সাম্প্রতিক এক পর্যায় খেলায় বার্সার নড়বড়ে ডিফেন্সের কথা – এবং সেই সঙ্গে বার্সার ‘গোল নাজুকতার' কথা: বিপক্ষের গোলের সামনে গিয়ে যেখানে প্লেয়ারদের ‘খুনি মনোবৃত্তি' মাথা চাড়া দিয়ে ওঠার কথা, ঠিক সেখানেই বার্সার প্লেয়াররা যেন ‘ব্রীড়াবনত' হয়ে পড়ে৷
নয়তো এই বার্সা বিগত পাঁচ বছরে চারবার লা লিগার খেতাব জিতেছে৷ কিন্তু যে বিভীষণ স্মৃতি বার্সার কোচ বা প্লেয়ারদের পক্ষে ‘ট্রমা' হয়ে আছে, সেটা নিশ্চয় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ডর্টমুন্ডের কাছে বার্সেলোনার অ্যাগ্রিগেটে ৭-০ গোলে হার৷ বার্সার টপ স্টার লিওনেল মেসি গত সপ্তাহেও উয়েফার ওয়েবসাইটে বলছেন, ‘‘ওরা সব দিক দিয়েই উন্নততর দল ছিল, শারীরিক দিক দিয়ে এবং ফুটবলের বিচারেও৷'' ও হ্যাঁ, মেসি এবং কোচ মার্তিনো, দু'জনেই আর্জেন্টিনার রোজারিও শহরের মানুষ৷
ফর্ম বলতে একেবারে হালের ফর্মও বোঝায় – যেমন ডর্টমুন্ড রবিবার হামবুর্গের বিরুদ্ধে দেখিয়েছে৷ সে হিসেবে বার্সেলোনা শনিবার সেভিইয়া-র বিরুদ্ধে প্রায় ড্র করতে চলেছিল, যদি না আলেক্সিস সাঞ্চেজ বিকল্প খেলোয়াড় হিসেবে ৯৪ মিনিটের মাথায় এসে খেলার পঞ্চম গোলটি করে বার্সাকে উদ্ধার করতেন৷ তার আগে বার্সা একটি দু'গোলের লিড বস্তুত হেলাফেলায় হারিয়েছে৷
তবে সেদিন নেইমার স্বভাবসিদ্ধভাবে একাধিকবার ঝলসে উঠেছেন৷ কাজেই বার্সার ভয়টা কাকে?
এসি / এসবি (রয়টার্স)