বায়ার্নের জয়
২৪ নভেম্বর ২০১৩মাত্র নয় বছর বয়সে ডর্টমুন্ডে যোগ দেন গোয়েটৎসে৷ সেদলের ইয়ুথ অ্যাকাডেমিতে তিনি দ্রুতই পরিচিতি পান ‘রত্ন' হিসেবে৷ তিনি দলে থাকাকালীন দু'বার বুন্ডেসলিগা ট্রফি ঘরে তোলে ডর্টমুন্ড৷ কিন্তু এরপরই বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন গোয়েটৎসে৷
বলাবাহুল্য, ২১ বছর বয়সি এই খেলোয়াড়ের এমন সিদ্ধান্ত বিশেষ পছন্দ করেননি ডর্টমুন্ড ভক্তরা৷ শনিবার সেই ডর্টমুন্ডের মাঠেই বায়ার্নের হয়ে ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামেন তিনি৷ বলা যায়, শনিবার রাতে জার্মানির ‘ক্ল্যাসিকোতে' বায়ার্নের জয় নিশ্চিতেও বড় ভূমিকা তাঁর৷ স্বাভাবিকভাবেই গোয়েটৎসে তাই বাড়িয়েছেন তাঁর সাবেক দলের ভক্তদের কষ্ট৷
অথচ শনিবার খেলার শুরুতে মাঠের বাইরে ছিলেন গোয়েটৎসে৷ বদলি খেলোয়াড় হিসেবে ৫৬ মিনিটে মাঠে নামেন তিনি৷ স্টেডিয়ামে বসা ডর্টমুন্ড ভক্তরা তখন নকল টাকার নোট দেখিয়ে লজ্জা দেওয়ার চেষ্টা করেন গোয়েটৎসেকে৷ তিনি সেসব গায়ে মাখেননি৷ বরং ৬৬ মিনিটে অসাধারণ এক গোল করে এগিয়ে নিয়ে যান নিজের দলকে৷ তাঁর এই গোলের আগ অবধি চির প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের সঙ্গে ভালোই লড়াই চালিয়ে যাচ্ছিল বোরুসিয়া ডর্টমুন্ড৷ কিন্তু গোয়েটৎসের গোল বদলে দেয় পরিস্থিতি৷
পরবর্তীতে আরিয়ন রবিন এবং টোমাস ম্যুলার দলের পক্ষে গোল করেন৷ ফলে বায়ার্ন ৩-০ ব্যবধানে বড় জয় পায়৷ আর এই পরাজয়ের ফলে বোরুসিয়া ডর্টমুন্ডতে বুন্ডেসলিগা টেবিলের তিন নম্বর অবস্থানে নেমে যেতে হয়৷ বায়ার্নের সঙ্গে তাদের ব্যবধান এখন সাত পয়েন্টের৷ শীর্ষে বায়ার্নের পর দ্বিতীয় অবস্থানে এখন আছে বায়ার লেভারকুজেন৷
এআই/ডিজি (রয়টার্স, এএফপি)