ডাকসু নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
৪ মার্চ ২০১৯সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ১৯৮৯ সালে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন৷ তিনি এখন গণফোরামের রাজনীতির সঙ্গে যুক্ত৷ এবার সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন৷ তাঁর মতে, ‘‘ডাকসুকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হিসেবে বিবেচনা করলে এর গুরুত্ব বোঝা যাবেনা৷ ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার হিসেবে কাজ করেছে৷ ভাষা আন্দোলন, স্বাধীকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন - সব আন্দোলনেই ডাকসু নেতৃত্ব দিয়েছে৷’’
তিনি বলেন, ‘‘এখান থেকেই জাতীয় রাজনীতির যোগ্য নেতৃত্ব গড়ে উঠেছে৷ তাঁরা দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়েছেন৷ যোগ্য নেতৃত্ব তৈরির একটা কারখানা হলো ডাকসু৷ শুধু রাজনীতি নয়, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের ধারায় ডাকসু সবসময়ই সক্রিয় ছিল৷ তারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেছে সব সময়৷ কথা বলেছে শিক্ষা এবং শিক্ষার অধিকার নিয়ে৷ আর এসব কারণেই ডাকসু এত গুরুত্বপূর্ণ, ডাকসু নির্বাচন নিয়ে এত আলোচনা৷ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হওয়ায় আলোচনাটা আরো একটু বেশি৷’’ ডাকসুর সাবেক এই ভিপি মনে করেন, ‘‘গত ২৮ বছর ডাকসু নির্বাচন না হওয়ায় জাতীয় রাজনীতিতে এক ধরণের নেতৃত্বশূণ্যতা তৈরি হয়েছে৷ তরুণ নেতৃত্ব বেরিয়ে আসছেনা৷ আর ডাকসু নির্বাচন এত দিন না হওয়ায় অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ ছাত্র সংসদগুলোতেও কোনো নির্বাচন হয়নি৷ ফলে আঞ্চলিক এবং স্থানীয় পর্যায়েও তরুণ নেতৃত্বের বিকাশ হয়নি৷’’
‘বড় ধরণের বিস্ফোরণ ঘটতে পারে’
১৯৯০ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়৷ ওই নির্বাচনে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলেন খায়রুল কবীর খোকন৷ তিনি সাবেক সংসদ সদস্য এবং এখন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ছাড়াও স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে ডাকসুর ভূমিকা আছে৷ বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ৯০-এর গণঅভ্যুত্থানে ডাকসুর ভূমিকা উজ্জ্বল৷ ডাকসু দেশে গণতন্ত্র এবং ইতিবাচক ধারায় সবসময় ভূমিকা রেখেছে৷ ছাত্রদের অধিকার আদায়ে ডাকসু যেমন ভূমিকা রেখেছে, তেমনি দেশের মানুষের অধিকারের জন্যও তারা সক্রিয় থেকেছে৷ বিষয়টি এমন যে দেশের মানুষ কোনো অন্যায় আর অবিচারের প্রতিবাদ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুর দিকে তাকিয়ে থেকেছে সবসময়৷ আর এ কারণেই ডাকসুকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট৷’’
খোকন বলেন, ‘‘ডাকসু একটি সার্বজনীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান৷ এখানে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশের চর্চা হয়৷ এখানকার নির্বাচনে সবাই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করেন৷ আমাদের দেশে নির্বাচনি ব্যবস্থা বলতে গেলে ভেঙে পড়েছে৷ ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি৷ আগের রাতে ভোট হয়ে গেছে৷ তাই ডাকসু নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি৷ এখানে যদি শিক্ষার্থীরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন তাহলে বড় ধরণের বিস্ফোরণ ঘটতে পারে৷ ভোটাধিকার কেড়ে নেয়ার খেসারত দিতে হতে পারে এই সরকারকে৷ ২৮ বছর পর তাই এই ডাকসু নির্বাচন আরো বেশি গুরুত্বপূর্ণ৷’’
‘গবেষণার বিশ্ববিদ্যালয়’
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগ মনোনীত এজিএস পদপ্রার্থী মোহাম্মদ সাদ্দাম হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘ডাকসু নির্বাচন নিয়ে সবার কেন এত আগ্রহ তার জবাব আছে ইতিহাসে৷ এই জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুর অবদান সবার জানা৷ সামরিক ও স্বেরশাসনের বিরুদ্ধেও ডাকসু লড়াই করেছে৷ এখানে যাঁরা নেতৃত্ব দিয়েছেন তাঁরাই পরবর্তীতে রাজনীতি, প্রশাসনসহ রাষ্ট্র ও সমাজের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছেন৷’’ তবে তিনি বলেন, ‘‘একটি রাজনৈতিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অবদানকে সম্মান জানিয়েই বলছি, এখন সময় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একাডেমিক এবং গবেষণার বিশ্ববিদ্যালয়ে পরিণত করার৷’’
বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে স্পষ্ট হয়েছে যে, ঐতিহাসিক এবং ঐতিহ্যগত কিছু কারণে ডাকসু নির্বাচন নিয়ে এত আলোচনা, এত আগ্রহ৷ এই কারণগুলো হচ্ছে:
১. বাংলাদেশে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীকার আন্দোলন স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আদোলনে ডাকসু সামনে থেকে ভূমিকা রেখেছে৷
২. ডাকসু নেতৃত্ব তৈরি করে৷
৩. গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য সোচ্চার থাকে৷
৪. ডাকসু একটি স্বাধীন এবং সার্বজনীন ফোরাম৷
৫. ছাত্রদের অধিকার আদায়ে কাজ করে৷
এর সঙ্গে ২৮ বছর পর ডাকসু নির্বাচন হওয়ায় নতুন মাত্রা যোগ হয়েছে৷ মনে করা হচ্ছে, শিক্ষার্থীরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে বাংলাদেশে গণতন্ত্র এবং ভোটাধিকারের ক্ষেত্রে নতুন কোনো ইতিবাচক পরিস্থিতির সৃষ্টি হতে পারে৷
১১ মার্চের ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎপর সব ছাত্র সংগঠন কেন্দ্রীয় এবং হল সংসদে প্রার্থী দিয়েছে৷ দলীয়ভাবে নির্বাচন না হলেও ছাত্র সংগঠনগুলো প্যানেল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ নির্বাচন হবে ডাকসুসহ ১৮টি হলের ছাত্র সংসদে৷ ডাকসুর ২৫টি পদে ২২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
সুলতান মোহাম্মদ মনসুর আহমদ মনে করেন, ‘‘এবারের ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে যে অচলাবস্থা চলছে, নেতৃত্বের সংকট চলছে, তা থেকে বেরিয়ে আসার পথ সৃষ্টি হবে, যদি নির্বাচন ধারাবাহিকভাবে হয়৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সবচেয়ে সচেতন অংশ৷ তারা সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছে৷ এবারও বলবে আশা করি৷’’
আর খায়রুল কবীর খোকন আশা করেন, ‘‘ডাকসু নির্বাচনে যদি জাতীয় নির্বাচনের মতো ভোটের আগের দিনেই ভোট হয়ে না যায়, তাহলে সরকার বড় ধরণের চ্যালেঞ্জের মুখে পড়বে৷’’