1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ডারবান জলবায়ু সম্মেলনে প্রত্যাশা অনুযায়ী অগ্রগতির সম্ভাবনা কম'

১৮ নভেম্বর ২০১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আর বেশি দেরি নেই৷ বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে কয়েকটি ক্ষেত্রে অগ্রগতি হলেও সব প্রশ্নের মীমাংসা হবে না বলে মনে করেন ড. আইনুন নিশাত৷

https://p.dw.com/p/13Ca0
ডারবান শহরে অনুষ্ঠিত হবে জলবায়ু সম্মেলনছবি: picture alliance/Pressefoto Ulmer

জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার ক্ষেত্রে কিয়োটো প্রোটোকল যে পথ দেখিয়েছিল, কোপেনহেগেন সম্মেলন সেই পথে এগোতে কার্যত ব্যর্থ হয়েছে৷ এবার ডারবান সম্মেলনের দিকেই সবার নজর৷ সেখানে সাফল্যের সম্ভাবনা কতটা? এবিষয়ে মতামত জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত৷ ডয়চে ভেলে'কে তিনি জানালেন, এর আগের সম্মেলনগুলিতে যেসব প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, তার অগ্রগতি খতিয়ে দেখা হচ্ছে৷ কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই ব্যর্থতা রয়ে গেছে, লক্ষ্যমাত্রার তুলনায় কর্মসূচিগুলি পিছিয়ে পড়েছে৷

এই প্রেক্ষাপটে ডারবান সম্মেলনেও প্রত্যাশা অনুযায়ী অগ্রগতির সম্ভাবনা দেখছেন না ড. আইনুন নিশাত৷ তবে অনুন্নত দেশগুলির জন্য আর্থিক সাহায্যের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল বলে তিনি মনে করেন৷ তাছাড়া অর্থ ব্যয়ের প্রক্রিয়ার ক্ষেত্রেও কিছু পরিবর্তন হতে পারে৷ উন্নয়নশীল দেশগুলির কাছে প্রয়োজনীয় প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিরও একটা নিষ্পত্তি হবে বলে বিশেষজ্ঞরা ধরে নিচ্ছেন৷

Petersberger Klimadialog Berlin Klimaschutz
ডারবান সম্মেলনের প্রস্তুতি হিসেবে বার্লিনে গত জুলাই মাসে আয়োজিত হয়েছিল এক সম্মেলনছবি: picture alliance / dpa

জলবায়ু পরিবর্তনের মোকাবিলার প্রশ্নে শুরু থেকেই শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে একটা বিভাজনরেখা টানা আছে৷ অ্যামেরিকা, ইউরোপ সহ শিল্পোন্নত বিশ্ব বহু দশক ধরে যে কার্বন নির্গমন করে আসছে, সেই পাপের প্রায়শ্চিত্ত মূলত তাদেরই করতে হবে বলে বাকিরা দাবি করে আসছে৷ কিন্তু এখন এই বিভাজনরেখা নিয়েই প্রশ্ন উঠছে৷ দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের মতো শিল্পোন্নত দেশ বা ভারত ও চীনের মতো উদীয়মান শক্তিধর দেশগুলিকে আর উন্নয়নশীল বিশ্বের মধ্যে ধরা চলে কি না, তা নিয়ে বিতর্ক চলছে৷

আলোচনার গোটা প্রক্রিয়া অত্যন্ত জটিল, যার অন্যতম কারণ হলো সব প্রশ্নেই ১৯৪টি প্রতিনিধিদলকে ঐকমত্যে আসতে হয়৷ একটি দেশ বেঁকে বসলেই নতুন করে আলোচনা করতে হয়৷ ফলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ নয়৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান