ডায়াবেটিস: প্রতিদিনের পরিবর্তে মাসে একটি ইনসুলিন ইনজেকশন?
১৪ জুলাই ২০১০দু'বছর ধরে তাঁরা এই নতুন ওষুধটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন৷ ওষুধটির বিশেষত্ব হল যে, তা অতি ধীরে ধীরে, কয়েক সপ্তাহ এমনকি মাস জুড়ে রোগীর শরীরে ইনসুলিন ছাড়ে৷ ওষুধটির নাম হল এসআইএ-দুই৷ একটি ইঁদুরকে এই ওষুধের মাত্র একটি ডোজ ইনজেকশন দিয়ে দেখা গেছে যে, চারমাসের বেশী সময় ধরে তার শরীরে ইনসুলিনের মাত্রা বজায় থেকেছে৷
নতুন দিল্লীর জাতীয় প্রতিষেধকবিদ্যা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা তাঁদের গবেষণার ফলাফল ছেপেছেন যুক্তরাষ্ট্রের ‘প্রোসিডিংস অফ দ্য ন্যাশনাল এ্যাকাডেমি অফ সায়েন্সেস' বা পিএনএএস জার্নালে৷ ওদিকে ভারতের ডায়াবেটিস ফাউন্ডেশনের চেয়ারম্যান অনুপ মিশ্র বলেছেন, সপ্তাহে একবার দেওয়ার মতো ইনসুলিন ইনজেকশনের ক্ষেত্রে ভারতে ভলোই প্রগতি হয়েছে, কিন্তু মাসিক ইনজেকশন একটা অভিনব ব্যাপার৷ তবে ওষুধটা এ'পর্যন্ত শুধুমাত্র জীবজন্তুর উপরেই পরীক্ষা করা হয়েছে৷
সারা বিশ্বে ২২ কোটি মানুষ ডায়াবেটিসের রোগী৷ এবং ভারতে যন্ত্রসভ্যতা, ভোগ্যপণ্য ও আধুনিক জীবনধারার কল্যাণে ডায়াবেটিস একটি মহামারীতে পরিণত হয়েছে৷ কাজেই যে সব ডায়াবেটিস রোগীদের দিনে একবার, এমনকি ঘণ্টায় ঘণ্টায় ইনসুলিন ইনজেকশন দিতে হয়, তাদের পক্ষে এসআইএ-দুই একটা সুখবর বৈকি৷ নতুন দিল্লীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইম্যুনোলজি'র পরিচালক অবদেশ সুরোলিয়া জানিয়েছেন যে, ওষুধটা তৈরীর প্রযুক্তি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কনেকটিকাট রাজ্যের লাইফ সায়েন্স ফারমাসিউটিকালস-কে লাইসেন্স করা হয়েছে৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই