নির্বাচন কমিশন
১০ ফেব্রুয়ারি ২০১২ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন ৬ মাসের মধ্যে করতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে৷ তার এক মাস এর মধ্যে পার হয়ে গেছে৷ আর সামনে রয়েছে জাতীয় সংসদের শরিয়তপুর-৩ আসনের উপ-নির্বাচন৷ নতুন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ মনে করেন, সামনের নির্বাচনগুলোই তাদের জন্য পরীক্ষা৷
আরেকজন নতুন নির্বাচন কমিশনার আব্দুল মোবারকও মনে করেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন তাদের জন্য একটি বড় সুযোগ৷ তিনি মনে করেন এই নির্বাচন দেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা তাদের বিরোধিতা করছেন, তারা হয়তো তাদের মত বদলাবেন৷
আর সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনাও মনে করেন, ঢাকা সিটি কর্পোরেশন এবং শরিয়তপুর-৩ আসনের উপ-নির্বাচন নতুন নির্বাচন কমিশনের জন্য অ্যাসিড টেষ্ট৷ এই নির্বাচনেই তাদের নিরেপেক্ষতা প্রমাণ করতে হবে৷
সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন মনে করেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে হলে নতুন নির্বাচন কমিশনকে অনেক দিকে খেয়াল রাখতে হবে৷ ভোটার তালিকা থেকে শুরু করে মাঠে নির্বাচন পরিচালনায় যাদের নিয়োগ করা হবে, সব কিছু করতে হবে স্বচ্ছতা এবং দক্ষতার সঙ্গে৷
সব মিলিয়ে রোববার থেকে নতুন নির্বাচন কমিশনকে অফিস শুরু করে প্রথম যেদিকে নজর দিতে হবে তা হল ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক