সিম নিবন্ধনে হাতের ছাপ
২৩ সেপ্টেম্বর ২০১৫গত সপ্তাহ থেকেই মোবাইল ফোনের সিম যাচাই-বাছাই শুরু হয়৷ গ্রাহকদের হাতে এ মুহূর্তে ছয়টি মোবাইল ফোন অপারেটরের প্রায় ১৩ কোটি সিম রয়েছে৷ মঙ্গলবার পর্যন্ত এক কোটি সিমের তথ্য পেয়েছে সরকার, যা মোট সিমের প্রায় শতকরা ৮ ভাগ৷ অথচ এর মধ্যে সঠিকভাবে নিবন্ধন হয়েছে মাত্র ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি সিম৷
তাই আগামী তিন মাসের মধ্যে সবার তথ্য সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়৷
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ‘‘তিন ধাপে এই কাজ হচ্ছে৷ প্রথম কাজ হলো সব মোবাইল অপরেটরের সিম নিবন্ধন জাতীয় পরিচয়-পত্রের (এনআইডি) বিপরীতে আনা৷ যাঁদের সিমের বিপরীতে প্রয়োজনীয় তথ্য এবং কাগজ-পত্র পাওয়া যাবে না, তাদের তথ্য সংগ্রহ করা৷ এরপর ১৬ই ডিসেম্বর থেকে সিম নিবন্ধনে জাতীয় পরিচয়-পত্রের পাশাপাশি হাতের ছাপকে বাধ্যতামূলক করা হচ্ছে৷ এছাড়া সব গ্রাহককেই বায়োমেট্রিকস-এর আওতায় আনা হবে৷''
তারানা হালিম জানান, ‘‘যাঁদের সিমের বিপরীতে প্রয়োজনীয় তথ্য বা কাগজ-পত্র নেই, তাঁদের মোবাইল ফোনের এসএমএস-এর মাধ্যমে একটি কোড দিয়ে জানিয়ে দেয়া হবে৷ সেই কোডের বিপরীতে তাঁরা তাঁদের তথ্য এবং শর্ত পূরণ করবেন৷ এই প্রক্রিয়ায় অবৈধ সিমও বাতিল হয়ে যাবে৷''
সরকারের পরিকল্পনা হলো, মোবাইল ফোন ব্যবহারকারী সবাইকে জাতীয় পরিচয়-পত্র এবং হাতের ছাপের মাধ্যমে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা৷ এবং সেই সাথে ভুয়া সিম নিবন্ধন পুরোপুরি বন্ধ করা৷
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেন, ‘‘প্রধানত অপরাধীরাই অবৈধ সিমের সুযোগ নেয়৷ তাই অবৈধ সিম বন্ধ করা গেলে অপরাধ উল্লেখযোগ্য মাত্রায় কমে আসবে৷''