ডেনমার্কে পুরোনো স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের পুরোনো স্টক এক্সচেঞ্জ ভবনে মঙ্গলবার সকালে আগুন লাগে৷ এরপর আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু অংশে এখনও আগুন জ্বলছে৷ আগুন লাগার কারণ জানা যায়নি৷
পুরোনো স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের পুরোনো স্টক এক্সচেঞ্জ ভবনে মঙ্গলবার সকালে আগুন লেগে ভবনটির প্রায় অর্ধেক পুড়ে গেছে৷ আগুন নিয়ন্ত্রণে এলেও সহজে ঢোকা যায় না এমন কিছু জায়গায় এখনও আগুন জ্বলছে৷ সেগুলো নেভানোর চেষ্টা চলছে৷ বৃহস্পতিবার সকাল নাগাদ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হতে পারে৷
কারণ অজানা
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি৷ বুধবার সকাল পর্যন্ত তদন্তকারীরা ঘটনাস্থলে যেতে পারেননি৷
ভবনটি যেমন ছিল
কোপেনহেগেনের পুরনো স্টক এক্সচেঞ্জ ভবনটি প্রায় ৪০০ বছর আগে নির্মিত হয়েছিল৷ ডাচ রেঁনেসা স্টাইলে এটি তৈরি হয়েছিল৷ গত শতকের সত্তরের দশক পর্যন্ত সেখানে স্টক এক্সচেঞ্জ ছিল৷ এখন এটি ডেনিশ চেম্বার অফ কমার্সের কার্যালয়৷
নোত্র দামের স্মৃতি ফিরে এসেছে
২০১৯ সালে প্যারিসের নোত্র দাম গির্জায় আগুন লেগেছিল৷ মঙ্গলবার কোপেনহেগেনে অগ্নিকাণ্ডে অনেকের মনে যেন সেই স্মৃতি ফিরে এসেছিল৷
শিল্পকর্ম সরিয়ে নেয়া হয়
পুরোনো স্টক এক্সচেঞ্জ ভবনে বেশ কিছু শিল্পকর্ম ছিল৷ আগুন লাগার পর পথচারী ও জরুরি সেবার কর্মকর্তারা মিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পকর্মগুলো সরিয়ে ফেলতে সক্ষম হয়েছেন বলে জানান ডেনিশ চেম্বার অফ কমার্সের সিইও ব্রায়ান মিকেলসেন৷ তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ’ পরিস্থিতি তৈরি হলে কোন শিল্পকর্মগুলো সরিয়ে ফেলতে হবে সেই পরিকল্পনা আগে থেকে জানতেন সেখানকার কর্মী ও দমকলকর্মীরা৷