ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে মোদী
২৬ জানুয়ারি ২০১৭মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় ভারতের গুরুত্ব কি আরও বাড়তে চলেছে? অন্তত শাসনভার নেবার সঙ্গে সঙ্গে সে রকমই আভাস দিয়েছেন স্বয়ং ট্রাম্প৷ বিশ্বের অন্যান্য তাবড় তাবড় রাষ্ট্র নেতাদের ছেড়ে গত মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে এগারোটায় মোদীকে ফোন করে সেটাই বুঝিয়ে দিলেন তিনি৷ ফোনালাপে আগামী দিনে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করে এগিয়ে যাবার প্রতিশ্রুতি ছিল৷ ভারতকে যুক্তরাষ্ট্রের সত্যিকারের বন্ধু বলে ট্রাম্প উল্লেখ করেন৷ বলেন, বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতকে প্রকৃত বন্ধু ও সহযোগী বলে মনে করে পাশে পেতে চায় যুক্তরাষ্ট্র৷ অবশ্য নির্বাচনি প্রচারের শুরু থেকেই তিনি মোদীর ভূয়সী প্রশংসা করে এসেছেন৷ বলেছেন, মোদীর মধ্যে রয়েছে অফুরন্ত কর্মশক্তি৷
বলা বাহুল্য, মোদীকে ফোন করে অ্যামেরিকার ভারত-বান্ধব অবস্থানকে আবারো প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট৷ পরে টুইটারে মোদী জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর কথাবার্তা ছিল উষ্ণ ও আন্তরিক৷ মোদী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ঘনিষ্ঠতর করতে দুই দেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত৷
দুই নেতার মধ্যে ফোনালাপে উঠে আসে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ ইস্যু৷ উঠে আসে সন্ত্রাস মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ঘোষণা৷ আর পরমাণু পণ্যসামগ্রী সরবরাহকারী দেশগোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করার ইস্যুটি৷
‘‘অ্যামেরিকা শুধু অ্যামেরিকানদের জন্য'' – নির্বাচনি প্রচার পর্বে এবং শপথগ্রহণ অনুষ্ঠানে ট্রাম্পের এই উক্তি এবং কঠোর অভিবাসী নীতিতে ভারত কিছুটা শঙ্কিত ছিল৷ তাই সেই শঙ্কা দূর করতে মোদীকে কতটা আশ্বস্ত করতে পেরেছেন ট্রাম্প, কিংবা এ বিষয়ে মোদী কতটা বোঝাতে পেরেছেন ট্রাম্পকে – সেটা এখনও পরিষ্কার না হলেও পরিস্থিতি ইতিবাচক বলেই ধারণা করা হচ্ছে৷ এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ি ডয়চে ভেলেকে বললেন, ‘‘ট্রাম্প বি-ওয়ান ভিসা নিয়ে কড়াকড়ি করার কথা বললেও, মনে হয় না যুক্তরাষ্ট্র ভারত থেকে আউটসোর্সিং ছাঁটাই করবে৷ তথ্য-প্রযুক্তি শিল্পে ভারতের মেধাশক্তির চাহিদা অস্বীকার করতে পারবে না অ্যামেরিকা৷ কারণ এত কম পয়সায় এ রকম ভালো মেধাশক্তি অ্যামেরিকায় পাওয়া মুশকিল৷
দ্বিতীয়ত পরিষেবা ক্ষেত্রেও সেটা দরকার হবে৷ যুক্তরাষ্ট্রের নিজস্ব পরিকাঠামো শিল্পে যথেষ্ট মেধাশক্তি গড়ে তোলা সময়সাপেক্ষ৷ পাশাপাশি ভারতের মতো বড় বাজার অর্থনীতি আর এশিয়ায় নেই৷ চীন তার বাজার নিয়ন্ত্রণ করে নিজেই৷ চীনকে বাদ দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সরাসরি বাজার আর নেই৷ অন্যদিকে, ইসলামিক জঙ্গিদের বাড়বাড়ন্ত রুখতে ভারত ও অ্যামেরিকা এক মানসিক যোগসূত্র খুঁজে পেয়েছে৷ তবে ভুললে চলবে না পাকিস্তান এখনও ন্যাটো তালিকাভুক্ত৷ তাই সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ট্রাম্পকে দ্বিতীয়বার ভাবতে হবে৷''
অপর একজন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক উদয়ন বন্দোপাধ্যায় এ প্রসঙ্গে ডয়চে ভেলেকে বলেন, ‘‘আউটসোর্সিং কম করা বা অভিবাসী সংক্রান্ত ট্রাম্পের ঘোষিত নীতি ভারতের ওপর কতটা প্রযোজ্য হবে, সেটা এখনো স্পষ্ট নয়৷ তবে ভারত-মার্কিন বন্ধুত্ব নিবিড় করার শর্তে মোদী কতটা দর কষাকষি করতে পেরেছেন বা পারবেন, তার ওপরই এটা নির্ভর করছে৷ এটা অবশ্য যে ঠিক এশিয়া অঞ্চলে চীন, পাকিস্তান, রাশিয়ার নতুন অক্ষশক্তির প্রতিপক্ষ হিসেবে ভারত-মার্কিন সহযোগিতা পারস্পরিক স্বার্থে জরুরি৷ দ্বিপাক্ষিক সম্পর্কের চালিকা শক্তি বাণিজ্য ও বিনিয়োগ৷ তাই ট্রান্স-প্যাসিফিক-পার্টনারশিপ বা চুক্তি থেকে বেরিয়ে আসায় পরোক্ষভাবে ভারতের সুবিধাই হবে৷''
ফোনালাপে উভয় নেতা একে-অপরকে নিজের দেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর৷ খুব সম্ভবত মোদী এ বছরের শেষাশেষি ওয়াশিংটন যেতে পারেন৷ অবশ্য তার আগেই, এ বছরের জুলাই মাসে, উভয় নেতা মিলিত হচ্ছেন জার্মানির হামবুর্গ শহরে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে৷