ড্রেনের পানিতে করোনার পূর্বাভাস!
১ এপ্রিল ২০২০তাঁরা আশা করছেন, ড্রেনের পানি পরীক্ষার মাধ্য়মে আগেই করোনার উপস্থিতি জানা যেতে পারে। সোমবার এই তথ্য জানান গবেষকরা৷
‘কেডাব্লিউআর ওয়াটার রিসার্চ ইনস্টিটিউট’ আমস্টারডাম বিমানবন্দরসহ আটটি শহরের ড্রেনের পানি পরীক্ষা করেছে। এর মধ্য়ে ইউট্রেখট শহরের কাছে অবস্থিত আমার্সফর্ট শহরের সুয়েজ প্ল্য়ান্টের পানিতে ৫ মার্চ করোনার সন্ধান পাওয়া যায়। এর কয়েক সপ্তাহ পর ঐ শহরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়৷
নেদারল্য়ান্ডসে প্রথম করোনা ধরা পড়ে ২৭ ফেব্রুয়ারি৷
একটি এলাকায় করোনা আছে কিনা, তা জানতে ঐ এলাকার সম্ভাব্য রোগীদের উপর পরীক্ষার আগে সেখানকার ড্রেনের পানি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে বলে ঐ গবেষণা আভাস দিচ্ছে৷
অনেক কোভিড-১৯ রোগীর মলে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ফলে ড্রেনের পানি পরীক্ষা করে কোনো এলাকায় করোনা আছে কিনা, তা জানা যেতে পারে৷
এর আগে পোলিওভাইরাস শনাক্তের জন্য় ড্রেনের পানি পরীক্ষা করা হয়েছে৷
অন্য গবেষকরা যেন এই গবেষণাটি পর্যালোচনা করতে পারেন তাই একটি স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে সেটি প্রকাশ করা হয়েছে৷
ইলিয়ট ডগলাস/জেডএইচ