1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্রেসডেন শহরে চলছে প্রোটেস্ট্যান্ট সম্মেলন

৩ জুন ২০১১

ধর্মের প্রতি তরুণ প্রজন্মের আকর্ষণ কমে যাচ্ছে – এমন একটা ধারণা চালু আছে৷ এরই মধ্যে জার্মানির ড্রেসডেন শহরে অনুষ্ঠিত হচ্ছে খ্রিষ্টান প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের সম্মেলন বা ‘কিয়ারশেনটাগ’৷

https://p.dw.com/p/11TCx
Eine Kirchentagsbesucherin betet am Donnerstag (02.06.11) beim Oekumenischen Gottesdienst waehrend des 33. Deutschen Evangelischen Kirchentages in der Gluecksgas Arena in Dresden. Am Mittwoch (01.06.11) begann der 33. Deutsche Evangelische Kirchentag (DEKT) in Dresden unter dem der Bergpredigt entlehnten Motto "...da wird auch dein Herz sein". Zum Kirchentag treffen sich bis Sonntag (05.06.11) Glaeubige und Gaeste in der saechsischen Landeshauptstadt. (zu dapd-Text) Foto: Uwe Meinhold/dapd
৩৩তম প্রোটেস্ট্যান্ট সম্মেলনছবি: dapd

ড্রেসডেন শহরে ১লা থেকে ৫ই জুন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ৩৩তম প্রোটেস্ট্যান্ট সম্মেলন৷ হাজার-হাজার মানুষের ঢল নেমেছে এই শহরে৷ ধর্ম সম্পর্কে তাত্ত্বিক আলোচনা নয়, বর্তমানে যেসব বিষয় মানবজাতিকে বিশেষভাবে ভাবিয়ে তুলেছে, ধর্মের কাঠামোর মধ্যে সেসব বিষয় সম্পর্কে উত্তর খোঁজার চেষ্টা করছেন উপস্থিত মানুষজন৷ উদ্বোধনী ভাষণে জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ বলেন, বার্লিন প্রাচীর পতনের প্রায় ২২ বছর পর পূবের ড্রেসডেন শহরে যে আদৌ এমন ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তার এক বিশাল তাৎপর্য রয়েছে৷ স্বৈরচারী কমিউনিস্ট শাসকরা ধর্ম পালনের স্বাধীনতা না দিলেও প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বীরা নানা বাধা সত্ত্বেও ঠিকই সক্রিয় ছিলেন৷ সেখান থেকেই শান্তিপূর্ণ বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল, পতন হয়েছিল স্বৈরচারী শাসনের৷ তবে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের মধ্যে আরও সম্প্রীতির আহ্বান জানিয়েছেন ভুল্ফ৷ তাঁর মতে, খ্রিষ্টানরা অতীতের বিভাজন ভুলে এই পথেই চলতে চায়৷ জার্মান প্রেসিডেন্ট আরও বলেন, আজকের এই বিশ্বায়নের যুগে পারস্পরিক সহযোগিতা ছাড়া টিকে থাকার কোনো উপায়ই নেই৷ তাই সমাজকে খোলা মনে ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও মতামত মেনে নিতে হবে৷ বিশেষ করে জার্মান সমাজে বিদেশি অভিবাসীদের সম্পৃক্ত করার বিষয়টি তুলে ধরেন ভুল্ফ৷

ড্রেসডেন'এর এই সম্মেলনে সত্যি সংলাপের উপর জোর দেওয়া হচ্ছে৷ প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রতিনিধিরা এবার ইসলাম ধর্ম সম্পর্কে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন৷ তবে ভদ্রতা দেখিয়ে কোনো অপ্রিয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন না তাঁরা৷ এভাবেই ভুল-বোঝাবুঝির মূলে আঘাত করা সম্ভব বলে মনে করছেন তাঁরা৷ এই প্রক্রিয়া অবশ্য গত কয়েক বছর ধরেই চলে আসছে৷ হিংসা, গণতন্ত্র বা নারীর অধিকার সম্পর্কে দুই শিবিরের অবস্থান সবসময়ে মিলছে না৷ ইসলামি দেশগুলিতে অন্য ধর্ম পালনের অধিকার নিয়েও নানা প্রশ্ন উঠছে৷

শুধু ইসলাম ধর্ম নয় – প্রাতিষ্ঠানিক ধর্মীয় কাঠামোর মধ্যে ইদানিং যেসব বিতর্কিত বিষয় খ্রিষ্টানদের আলোড়িত করেছে, বাদ যাচ্ছে না সেসব অপ্রিয় বিষয়ও৷ শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের উপর যৌন-পীড়ন নিয়ে যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তারও প্রতিফলন ঘটছে সম্মেলনে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য