ডয়চে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরাম সম্মেলন শুরু
২৭ মে ২০১৯জার্মানির বন শহরের ‘ওয়ার্ল্ড কনফারেন্স সেন্টারে' ২৭ মে থেকে শুরু হয়েছে দু'দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘গ্লোবাল মিডিয়া ফোরাম'৷ বিশ্বের ১৪০টি দেশের দুই হাজার অংশগ্রহণকারী গণমাধ্যম সম্পর্কিত এই সম্মেলনের ৭০টি ইভেন্টে যোগ দিচ্ছেন৷ চলতি বছর এই সম্মেলনের মূল থিম হচ্ছে ‘শিফটিং পাওয়ার'৷
গ্লোবাল মিডিয়া ফোরামের দ্বাদশ এই আয়োজনের বিষয়ে ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, ‘‘সবক্ষেত্রের পপুলিস্টরা ইউরোপের অখণ্ডতাকে হুমকি দিচ্ছে৷ তথ্যে প্রবেশাধিকারের উপর নিয়ন্ত্রণ আরোপ ক্ষমতার এক হাতিয়ারে পরিণত হয়েছে৷''
মত প্রকাশের স্বাধীনতা ক্রমশ সঙ্কুচিত হয়ে যাচ্ছে বলেও মনে করেন টানা দ্বিতীয় মেয়াদে ডয়চে ভেলের মহাপরিচালকের দায়িত্ব পালনরত এই সাংবাদিক৷
উল্লেখ্য, ডয়চে ভেলের এই আয়োজনে এ বছর বেশ কয়েকজন বাংলাদেশি সম্পাদক, সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন৷ তাঁদের মধ্যে রয়েছেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি প্রমুখ৷
এআই/এসিবি (ডয়চে ভেলে)