1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডয়চে ভেলের আফগান সাংবাদিকেরা জার্মানিতে

২৯ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তানে ডয়চে ভেলের হয়ে কাজ করা সাংবাদিকদের একটি দল তাদের পরিবারসহ জার্মানিতে পৌঁছেছে৷ তারা এখন বন শহরে ডয়চে ভেলের কার্যালয়ে কাজ করবেন৷

https://p.dw.com/p/411be
DW Deutsche Welle Haus Diversity Fahne
ছবি: Ayse Tasci/DW

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের বিষয়টি যখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল তখন ডয়চে ভেলে তার সব প্রতিবেদকদের কাবুলে যাওয়ার পরামর্শ দিয়েছিল৷

আহমেদের গল্প

ঐ সময় আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরে ছিলেন আহমেদ৷ কয়েক বছর ধরে তিনি জার্মানিতে ডয়চে ভেলেতে কাজ করছেন৷ এক আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে তিনি আফগানিস্তানে গিয়েছিলেন৷ তালেবানের ক্ষমতা দখল প্রক্রিয়া শুরুর পর তিনি তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে দ্রুত কাবুল পৌঁছান৷ কিন্তু সেই সময় কাবুল বিমানবন্দরে দেশ ছাড়তে চাওয়া অনেক মানুষের ভিড় ছিল৷ অনেক চেষ্টার পরও বিমানবন্দরে পৌঁছতে না পেরে একসময় তাকে বাধ্য হয়ে পরিবারসহ ভূগর্ভস্থ এক দোকানে আশ্রয় নিতে হয়েছিল৷ এরপর তালেবান ক্ষমতা দখল করলে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ডয়চে ভেলের অন্য সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে আহমেদ ও তার পরিবার সড়কপথে পাকিস্তান সীমান্তে পৌঁছায়৷ কিন্তু সীমান্তের কাছে তালেবানের হাতে ধরা পড়েছিলেন আহমেদ৷ ‘‘আমি আসলেই মনে করেছিলাম পৃথিবীতে ওগুলোই আমার শেষ মুহূর্ত,'' ঐ সময়ের কথা এভাবেই স্মরণ করছিলেন আহমেদ৷ তার শুধু কাবুলে দেখে আসা মৃতদেহের ছবি মনে পড়ছিল৷ এরপর জার্মানিতে থাকা তার সহকর্মীদের সঙ্গে আলোচনার পর আহমেদকে ছেড়ে দেয়া হয়৷ এরপর সীমান্ত পার হয়ে ইসলামাবাদ পৌঁছান তিনি৷ সেখানে কিছুদিন থেকে ভিসা প্রক্রিয়া শেষ করে জার্মানি পৌঁছেছে আহমেদ ও তার পরিবার৷

ডয়চে ভেলের সাংবাদিকদের নিরাপদে ও বৈধভাবে জার্মানিতে পৌঁছার পেছনে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়, কাবুলের জার্মান দূতাবাস ও রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷

মোহাম্মদের গল্প

আফগানিস্তানের হাজারা সম্প্রদায়ের সদস্য মোহাম্মদ তিন বছর ধরে ডয়চে ভেলের প্রতিবেদক হিসেবে কাজ করেছেন৷ তিনিও স্ত্রী ও তিন কন্যাসহ জার্মানি পৌঁছেছেন৷

ডেকুণ্ডি প্রদেশের বাসিন্দা মোহাম্মদ জানান তার এলাকায় তালেবান জোর করে মানুষের ঘরবাড়ি, জমিজমা দখল করছে৷ ‘‘তালেবান শুধু বলছে যে এসব এখন তাদের,'' বলেন মোহাম্মদ৷

আহমেদসহ ডয়চে ভেলের চার প্রতিবেদক তাদের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার পর তালেবান সেখানে হামলা করেছে৷

জার্মানিতে নতুন জীবন

জার্মানিতে থাকা এক আফগান সাংবাদিকের ভাই বোন ও তার বাবাও জার্মানিতে পৌঁছেছেন৷ তিনি বলেন, ‘‘গত কয়েক মাসে আমরা অনেক কেঁদেছি৷ আর কোনো অশ্রু বাকি নেই৷''

জার্মানিতে আসা সাংবাদিকদের সবাই ডয়চে ভেলের বন কার্যালয়ে কাজ করবেন৷ তাদের জন্য বন ও কোলন শহরে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে৷

ডয়চে ভেলের প্রধান সম্পাদক মানুয়েলা কাস্পার-ক্লারিজ বলেন, ‘‘এটা খুবই স্বস্তির বিষয় যে অবশেষে আমাদের সহকর্মীরা তাদের পরিবারসহ  নিরাপদে জার্মানিতে পৌঁছেছেন৷ এখন তারা বন শহরে আমাদের সদর দপ্তর থেকে তাদের কাজ চালিয়ে যেতে পারবেন৷''

‘‘টিভি, অনলাইন ও সামাজিক মাধ্যমের পাশাপাশি আমরা মাত্রই শর্টওয়েভ রেডিওতে একটি নতুন অনুষ্ঠান শুরু করেছি৷ এর মাধ্যমে যত বেশি সম্ভব আফগানের কাছে পৌঁছাতে চাই আমরা৷ আফগানিস্তানে আফগান সাংবাদিকদের অবস্থা এখন বেশ কঠিন৷ কিন্তু সেখানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে যেগুলো নিয়ে রিপোর্ট করা উচিত,'' বলেন তিনি৷

জার্মানি ও সারা বিশ্বে কর্মরত ডয়চে ভেলের কর্মীরা আফগান প্রতিবেদকদের প্রতি দারুন সহমর্মিতা দেখিয়েছে৷ তাদের জন্য একটি দান কর্মসূচি ও ‘পেট্রোনেজ' স্কিম চালু করেছে৷ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কাজ করতে একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে৷

ডয়চে ভেলের সাংবাদিকদের জার্মানিতে নিয়ে আসতে সহায়তা করায় জার্মান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ৷ তবে আরও সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি৷ লিমবুর্গ বলেন, ‘‘নিরাপত্তা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে৷ তাই আফগানিস্তানে এখনও থাকা ডিডাব্লিউর কর্মী ও তাদের আত্মীয়স্বজনদের জার্মানিতে নিয়ে আসতে জোরেশোরে কাজ করে যেতে হবে৷''

এখনও আফগানিস্তানে ডয়চে ভেলের দুজন প্রতিবেদক ও তাদের পরিবার রয়েছে৷ এছাড়া জার্মানিতে থাকা ডয়চে ভেলের এক প্রতিবেদকের পরিবার রয়েছে আফগানিস্তানে৷

ইলিয়ট ডুগলাস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য