‘কাম টু বেঙ্গল, রাইড দ্য গ্রোথ’, অর্থাৎ ‘বাংলায় আসুন, উন্নয়নের পথে’ – এ মন্ত্র নিয়ে বাংলার জন্য লগ্নি টানতে শিল্পসমৃদ্ধ জার্মানিতে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাংলার ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেখুন ডয়চে ভেলের দেবারতি গুহর সঙ্গে তাঁর কথোপকথন৷