জলবায়ু পরিবর্তনের শিকার ঢাকা
২৩ নভেম্বর ২০১৫ঢাকা শহরের সঙ্গে ‘জনবহুল' শব্দটি ইতোমধ্যে যোগ হয়ে গেছে৷ মাত্র ৩২৫ বর্গ কিলোমিটারের শহরটিতে বাসিন্দার সংখ্যা প্রায় দেড় কোটি৷ ফলে ঢাকার পয়ঃনিষ্কাশন, ময়লা ব্যবস্থাপনা আর যোগাযোগ কাঠামো প্রায় ভেঙে পড়ার মুখে রয়েছে৷ আর এসব কারণেই ‘দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট' এর ২০১৫ সালের ব়্যাংকিংয়ে সবচেয়ে ‘ওরস্ট' শহরের শীর্ষে আছে ঢাকা৷
জলবায়ু পরিবর্তনের ফলে ঢাকার উপরে চাপ আরো বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ সালিমুল হক মনে করেন, আগামী দুই থেকে তিন দশকের মধ্যেই কয়েক মিলিয়ন মানুষ এখন যেখানে আছে সেখানে আর জীবনযাপন করতে পারবেন না৷
জাতিসংঘের ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' বা আইপিসিসি মনে করে, আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় দুই কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ভেতরেই এক স্থান থেকে অন্যত্র সরে যেতে বাধ্য হবে৷ ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ জলবায়ু শরণার্থী আশ্রয় নিয়েছে ঢাকায়৷ আর তাদের অধিকাংশই আশ্রয় নিচ্ছেন বস্তিতে৷
ঢাকার এক বস্তির বাসিন্দা রহমত আলী জানান, আবাদি জমিতে নোনাপানি ঢুকে যাওয়ায় তিনি বাধ্য হয়ে ঢাকায় এসেছেন৷ এখন পেশায় রিকশাচালক এই শরণার্থী বলেন, ‘‘অল্প কিছু টাকা রোজগার করতে গিয়ে অনেক কঠোর পরিশ্রম করতে হয়৷ কিন্তু আমাদের মতো জমিজমা হারানোর এছাড়া অন্য বিশেষ কিছু করারও নেই৷''
ঢাকা শহরের বর্তমান অবস্থা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির মাত্রা সম্পর্কে একটি ধারণা দিচ্ছে৷ এটা বুঝিয়ে দিচ্ছে শ্বেত ভল্লুকরাই এই পরিবর্তনের শিকার নয়, আগামী প্রজন্মের জন্যও এটা এক বড় ঝুঁকি৷ তাই জলবায়ু পরির্বতন মোকাবিলায় উদ্যোগ নিতে হবে দ্রুত৷