1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা থেকে ফেরানো হলো জম্মু-কাশ্মীরের ছাত্রদের

৮ মে ২০২০

ঢাকা থেকে সরাসরি এয়ার ইন্ডিয়ার বিমান এলো শ্রীনগরে। বাংলাদেশে আটকে পড়া জম্মু ও কাশ্মীরের ছাত্রছাত্রীদের নিয়ে।

https://p.dw.com/p/3bvkE
ছবি: picture-alliance/dpa/M. Antin

মোট ১৬৮ জন ছাত্রছাত্রী বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন। এঁরা সকলেই জম্মু ও কাশ্মীর থেকে ডাক্তারি পড়তে বাংলাদেশ গিয়েছিলেন। করোনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকায় তাঁরা ভারতে ফিরতেপারেননি। বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর কাজ শুরু হওয়ার পরে বাংলাদেশ থেকে প্রথমেই এই ছাত্রছাত্রীদের ফেরানো হলো। তবে শুধু তাঁরাই নন, ঢাকা থেকে প্রথম পর্বে এরপরেও মোট সাতটি ফ্লাইট আসবে। বাংলাদেশে যে সব ভারতীয় আটকে পড়েছেন, তাঁরা এ বার দেশে ফিরতে পারবেন। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাস জানিয়েছেন, ''অনেকের ভিসার মেয়াদ  শেষ হয়ে গিয়েছে, অনেকের ভারতে ফেরাটা জরুরি, তাঁদের সকলকে নিয়ে যাওয়া হবে।'' রিভা শুক্রবার ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে বিমানবন্দরেও গিয়েছিলেন।

রিভা জানিয়েছেন, ঈদেরআগে ছাত্রছাত্রীরা বাড়ি ফিরতে পারছেন, এটা নিঃসন্দেহে খুশির খবর। বাংলাদেশ থেকে বাড়ি ফিরতে পেরে খুবই খুশি হাদিয়া রশিদ। বিমানবন্দরে তিনি বলেছেন, করোনার প্রাদুর্ভাব হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ও দূতাবাস থেকে সাহায্য করেছে। তারা সব সময় যোগাযোগ রেখেছে। এখন বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে।

শুক্রবার শুধু বাংলাদেশ নয়, সিঙ্গাপুর থেকে ২৩৪ জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লিতে এসেছে। মালদ্বীপ থেকেও ভারতীয়দের দেশে নিয়ে আসছে নৌবাহিনীর জাহাজ। মালদ্বীপের ভারতীয়দের জাহাজ-যাত্রা শুরু হয়েছে। দুবাই থেকে একটি ফ্লাইট কোচি এসেছে। রিয়াধ, বাহরিন, আমিরাত থেকেও ভারতীয়দের শুক্রবার নিয়ে আসা হবে।  বিদেশ থেকে যাঁরা ফিরছেন, তাঁদের ১৪ দিনের জন্য কোয়ারান্টিনে থাকতে হবে। বয়স্ক, মহিলা ও ১০ বছরের কম বয়সী বাচ্চারা বাড়িতে কোয়ারান্টিন থাকবে। বাকিদের সরকারের ঠিক করা জায়গায় গিয়ে থাকতে হবে। যাঁদের মধ্যে করোনার লক্ষণ আছে তাঁদের সরাসরি করোনা হাসপাতালে ভর্তি করা হবে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)