1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা বিভক্তির প্রতিবাদে হরতাল পালিত

৪ ডিসেম্বর ২০১১

শেষ হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার প্রতিবাদে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল৷ তবে হরতালের দিনেই সরকার ঢাকার দুই সিটি কর্পোরেশনে দুই জন প্রশাসক নিয়োগ করেছে সরকার৷

https://p.dw.com/p/13MKU
ফাইল ছবিছবি: AP

পুরনো ঢাকায় জজ কোট এলাকায় আইনজীবীদের নিয়ে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সকালে মিছিল করার চেষ্টা করেন৷ কিন্তু মিছিল নিয়ে আদালত চত্বরের বাইরে যেতে চাইলে পুলিশ বাধা দেয়৷ এতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়৷ এরপর পুলিশ আদালত এলাকা থেকে সাদেক হোসেন খোকাসহ কয়েজন আইনজীবীকে আটক করে নিয়ে যায়৷ অবশ্য কয়েক ঘন্টা পর সাদেক হোসেন খোকাকে পুলিশ ছেড়ে দেয়৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক মেয়র সাদেক হোসেন খোকার প্রতি পুলিশের এই আচরণের নিন্দা জানিয়েছেন৷ তিনি আরো অভিযোগ করেন নয়াপল্টন বিএনপির কার্যালয় পুলিশ হরতাল চলাকালে অবরুদ্ধ করে রাখে৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করা হয়নি৷ তবে পুলিশের গাড়িতে আগুন দেয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে তাকে ছাড়া হবেনা৷

এর বাইরে সংসদ ভবন এলাকায় বিএনপির সংসদ সদস্যরা একটি মিছিল বের করার পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়৷ অন্যদিকে রাজধানীতে হরতাল বিরোধী মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা৷

এদিকে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিনে দু'জন প্রশাসক নিয়োগ করা হয়েছে৷ তারা হলেন, খলিলুর রহমান ও খোরশেদ আলম চৌধুরি৷ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবির নানক জানান, নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়েছে তিন মাসের মধ্যে দুই সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজন করতে৷ তবে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, তিন মাসের মধ্যে তাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম