1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সময়ের দাবি

১৯ অক্টোবর ২০১০

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চলছে সংশয়৷ নির্বাচন কমিশন চলতি বছরের মধ্যে নির্বাচনের ঘোষণা দেয়৷ কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছেনা৷ ফলে মেয়াদ উত্তীর্ণ মেয়র ও কাউন্সিলররাই চালাচ্ছেন সিটি কর্পোরেশন৷ বাড়ছে নগর জীবনের সংকট৷

https://p.dw.com/p/PhnP
রাজধানীতে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চলছে সংশয়ছবি: picture-alliance/dpa

ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের স্বাভাবিক মেয়াদ ৫ বছর৷ ১৯৯৪ সালে মোহাম্মদ হানিফ সরাসরি নির্বাচিত হলেও যথাসময়ে পরবর্তী নির্বাচন না হওয়ায় দায়িত্ব পালন করেছেন ৮ বছর৷ ২০০২ সালে মেয়র হয়েছেন সাদেক হোসেন খোকা৷ একই কারণে ৮ বছল ধরে দায়িত্ব পালন করছেন তিনি৷ কিন্তু রাজধানীর সাধারণ মানুষ এই অবস্থার অবসান চান৷

আর প্রতিষ্ঠানটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থীদের একজন আব্দুল আউয়াল মিন্টু৷ অভিযোগ রয়েছে, সরকারই চায়না ঢাকা সিটি কর্পোরশন নির্বাচন এবছরে হোক৷ কিন্তু শাসক দল আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এমপি মনে করেন যত দ্রুত সম্ভব এই নির্বাচন হওয়া উচিত৷

আর সকল পর্যায়ে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে উঠে শিগগিরই সিটি কর্পোরেশন নির্বাচন দেয়া দরকার বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. বদিউল আলম মজুমদার৷

তিনি মনে করেন, সময়মত নির্বাচন না হওয়ায় রাজধানীবাসীর কাছে অনেকটাই জবাবদিহিহীন হয়ে পড়েছে ঢাকা সিটি কর্পোরেশন৷ তাই অবিলম্বে এই প্রতিষ্ঠানটির নির্বাচন দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে নাগরিক সমস্যার সমাধানে কাজ করতে দিতে হবে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক