ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার পরিকল্পনা নিয়ে বিতর্ক
২৯ নভেম্বর ২০১১মারুফ হোসেন বলছেন: ‘‘একজন স্থপতি হিসেবে প্রথমেই আমি বলবো এই সিদ্ধান্তটি নেয়া ঠিক হয় নি৷ ভুল হয়েছে৷ যেখানে এই ছোট্ট ঢাকা শহরে প্রথামিক যে নাগরিক সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন সেগুলোই বিদ্যামান না, সেগুলোই এখ ধরণের সমন্বয়হীনতার মধ্য দিয়ে চলছে৷ আমার দেখছি ওয়াসা, ডেসা, ডেসকো এবং ঢাকা সিটি কর্পোরেশন – এদের মধ্যেই কাজের কোন সমন্বয় নেই৷ এর ফলে আমরা নগরবাসীরা কোন ধরণের সুযোগ সুবিধা ঠিক মত পাচ্ছি না৷ এই সমস্যা থেকে আমাদের মুক্ত না করে এই শহরকে দুই ভাগে ভাগ করে আরেকটি নতুন সমস্যা তৈরি করা হচ্ছে৷ এটার কোনই প্রয়োজন ছিল না৷''
সরকার বেশ কিছু যুক্তি দেখাচ্ছে এই বিভক্তির পক্ষে৷ সে প্রসঙ্গে মারুফ হোসেইন খান বললেন,‘‘তারা যুক্তি দেখাচ্ছে যে এখন যে ঢাকা সিটি কর্পোরেশনের দপ্তর রয়েছে সেখানে থেকে তাদের কাজ-কর্ম পরিচালনা করতে অসুবিধা হচ্ছে৷ এখন এটাকে যদি দুই ভাগ করে একটা প্রশাসন পুরনো ঢাকায় এবং আরেকটি প্রসাশন বনানী অথবা গুলশানে আনা হয় – তাহলে তারা তাদের প্রশাসনিক কাজ ঠিকমত করতে পারবে৷''
স্থপতি মারুফ হোসেইন খান মনে করেন, হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এ ধরণের সিদ্ধান্ত নেয়ার আগে জরিপ করতে হয়, সাধারণ মানুষ না হলেও যারা এসব বিষয়ে কাজ করছে তাদের মতামত নিতে হয়, আলাপ-আলাচনার একটি সুযোগ দিতে হয়৷ সেসব কিছুই হয়নি বলে তাঁর ধারণা৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক