1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার পরিকল্পনা নিয়ে বিতর্ক

২৯ নভেম্বর ২০১১

এই বিভক্তির ফলে ঢাকা শহরের যানজট দূর করা যাবে এবং আবাসন সমস্যারও সমাধান খুঁজে পাওয়া যাবে বলে উল্লেখ করা হচ্ছে৷ স্থপতি মারুফ হোসেইন খান ঢাকা শহরকে ভাগ করার উদ্যোগ অবশ্য সমর্থন করেন না৷

https://p.dw.com/p/13IaA
ঢাকার পথে সার্কের প্রতীক৷৷ এ শহরকে ভাগ করা নিয়ে বিতর্ক বাড়ছেছবি: DW/Harun Ur Rashid Swapan

মারুফ হোসেন বলছেন: ‘‘একজন স্থপতি হিসেবে প্রথমেই আমি বলবো এই সিদ্ধান্তটি নেয়া ঠিক হয় নি৷ ভুল হয়েছে৷ যেখানে এই ছোট্ট ঢাকা শহরে প্রথামিক যে নাগরিক সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন সেগুলোই বিদ্যামান না,  সেগুলোই এখ ধরণের সমন্বয়হীনতার মধ্য দিয়ে চলছে৷ আমার দেখছি ওয়াসা, ডেসা, ডেসকো এবং ঢাকা সিটি কর্পোরেশন – এদের মধ্যেই কাজের কোন সমন্বয় নেই৷ এর ফলে আমরা নগরবাসীরা কোন ধরণের সুযোগ সুবিধা ঠিক মত পাচ্ছি না৷ এই সমস্যা থেকে আমাদের মুক্ত না করে এই শহরকে দুই ভাগে ভাগ করে আরেকটি নতুন সমস্যা তৈরি করা হচ্ছে৷ এটার কোনই প্রয়োজন ছিল না৷''

Dhaka City
ঢাকা, স্কাইলাইন৷ছবি: picture-alliance/dpa

সরকার বেশ কিছু যুক্তি দেখাচ্ছে এই বিভক্তির পক্ষে৷ সে প্রসঙ্গে মারুফ হোসেইন খান বললেন,‘‘তারা যুক্তি দেখাচ্ছে যে এখন যে ঢাকা সিটি কর্পোরেশনের দপ্তর রয়েছে সেখানে থেকে তাদের কাজ-কর্ম পরিচালনা করতে অসুবিধা হচ্ছে৷ এখন এটাকে যদি দুই ভাগ করে একটা প্রশাসন পুরনো ঢাকায় এবং আরেকটি প্রসাশন বনানী অথবা গুলশানে আনা হয় – তাহলে তারা তাদের প্রশাসনিক কাজ ঠিকমত করতে পারবে৷''

স্থপতি মারুফ হোসেইন খান মনে করেন, হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এ ধরণের সিদ্ধান্ত নেয়ার আগে জরিপ করতে হয়, সাধারণ মানুষ না হলেও যারা এসব বিষয়ে কাজ করছে তাদের মতামত নিতে হয়, আলাপ-আলাচনার একটি সুযোগ দিতে হয়৷ সেসব কিছুই হয়নি বলে তাঁর ধারণা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য