ঢাকার সড়কে ফের অনিয়ম
ছাত্র আন্দোলনের মধ্যে নিয়মে ফিরেছিল ঢাকার রাজপথ৷ মন্ত্রী, পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ সড়কে চলতে বাধ্য হয়েছিলেন ট্রাফিক আইন মেনে৷ আন্দোলন শেষে সেই ঢাকা আবার ফিরে গেছে চিরচেনা রূপে৷
ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপার
ঢাকার বেশিরভাগ জায়গাতেই ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন না পথচারীরা৷ ঝুঁকি নিয়ে নীচ দিয়েই রাস্তা পার হচ্ছেন তাঁরা৷
চলন্ত গাড়ির সামনে দিয়ে সড়ক পারাপার
গাড়ি চলছে কি চলছে না, তা দেখার সময় কোথায়? সড়ক পারাপারে চলন্ত গাড়ির সামনে দিয়েই রাস্তা পার হচ্ছেন তাঁরা৷
চলন্ত গাড়িতে ওঠানামা
ঢাকার রাস্তায় চলন্ত গাড়িতে ওঠানামার সাধারণ দৃশ্য এটি৷ বাস চালকরা আগের মতোই যাত্রীদের অনেকটা বাধ্য করছেন এভাবে ওঠানামা করতে৷
রাস্তার মাঝখানে বাস থামানো
যাত্রী তুলতে চালকরা নির্ধারিত জায়গার বদলে বরাবরের মতোই সড়কের মাঝখানে বাস থামিয়ে যাত্রী তুলছেন৷ ঢাকায় যানজটের এটি একটি অন্যতম কারণ৷
বাসের প্রতিযোগিতা
ঢাকায় চলমান ট্রাফিক সপ্তাহের মধ্যে বাসে বাসে প্রতিযোগিতা বন্ধের কথা বলা হলেও তা মানছেন না চালকরা৷ বেশি যাত্রী তোলার জন্য ঢাকার বাস চালকরা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন৷
মোবাইল কানে সড়ক পারাপার
মোবাইল ফোনে কথা বলতে বলতে অনেককেই সড়ক পার হতে দেখা যায় ঢাকায়, যার ফলে অনেক সময় মারাত্মক দুর্ঘটনারও শিকার হন তাঁরা৷
ফুটপাথে মোটরবাইক
যানজটের শহর ঢাকায় মোটরসাইকেল আরোহীরা সুযোগ পেলেই ফুটপাথকে বেছে নিচ্ছেন তাঁদের চলার পথ হিসেবে৷ ফলে বিপাকে পড়ছেন পথচারীরা৷
বেপরোয়া মোটরবাইক
ঢাকার রাস্তায় মোটরবাইক চালকদের অনেকেই বেপরোয়াভাবে চলাচল করেন৷ বেশিরভাগ সময়ই তাঁদেরকে ট্রাফিক আইন অমান্য করতে দেখা যায়৷
পুলিশের মোটরবাইক
পুলিশের অনেক মোটরবাইকও ঢাকায় চলাচল করে বেপরোয়াভাবে৷ ট্রাফিক সপ্তাহের মধ্যেই ঢাকার ইস্কাটনে হেলমেট ছাড়া বিপরীত দিকে চলতে দেখা গেল এই পুলিশ সদস্যকে৷
বন্ধ হয়নি বাদুড় ঝোলা
ঢাকার রাস্তায় বাসে চলতে জীবনের ঝুঁকি নিয়ে ঝুলন্ত অবস্থায় চলাচল বন্ধ করার কথা বলা হলেও ট্রাফিক সপ্তাহের মধ্যেই দেখা গেল সে দৃশ্য৷
আছে লক্কর ঝক্কর বাসও
ট্রাফিক সপ্তাহে পুলিশের পক্ষ থেকে লক্কর ঝক্কর বাস চলাচল বন্ধের কথা বলা হলেও থেমে নেই তা৷ অনেক ক্ষেত্রে লক্কর ঝক্কর বাসকে রঙের সামান্য প্রলেপ দিয়ে চালানো হচ্ছে সড়কে৷
বেপরোয়া ভিআইপি
ছাত্র আন্দোলনে অনেক নাজেহাল হওয়ার পরও বেপরোয়া থেকেই গেছেন অনেক ভিআইপি৷ রং সাইডে এখনো বীরদর্পে চলাচল করতে দেখা যায় তাঁদের৷
পুলিশ কী আইনের উর্ধে?
ঢাকার রাস্তায় ভিআইপিদের পাশাপাশি সবেচেয়ে বেশি ট্রাফিক আইন না মেনে চলাচল করছে পুলিশের গাড়ি৷
বাসে উঠতে সড়কের মাঝে
ঢাকার রাস্তায় বাসে উঠতে পথচারীরা সড়কের অর্ধেকেরও বেশি দখল করে দাঁড়িয়ে আছেন৷ ফলে অনেক সময়ই দুর্ঘটনায় পড়েন অনেকে৷
লেন অমান্য
ঢাকার রাস্তায় চলাচল করতে বিভিন্ন ধরনের বাহনের চালকরা ‘লেন’ মানেন না৷ ফলে সবসময়েই সড়কে বিশৃঙ্খলা দেখা দেয়৷ কয়েকদিনের ছাত্র আন্দোলনের মধ্যে ঢাকার সড়কে লেন মানতে বাধ্য হয়েছিলেন চালকরা৷