ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন
১২ নভেম্বর ২০১১জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো ২০০৯ সালে গঠন করে ক্লাইমেট ভালনারেবল ফোরাম৷ ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে এই ফোরামের দুই দিন ব্যাপী তৃতীয় সম্মেলন৷ এই সম্মেলনে ৩২টি সদস্য রাষ্ট্র এবং ২৮টি পর্যবেক্ষক দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন৷ সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আর এই বৈঠকে যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷
সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলো আন্তর্জাতিক ফোরামে তাদের ঐক্যবদ্ধ অবস্থান ঠিক করবে৷ বাংলাদেশের পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ জানান, ক্ষতিগ্রস্তরা এক কণ্ঠে কথা বলতে পারলে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থায় থাকা যাবে৷
এদিকে, এমাসের শেষদিকে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হবে জলবায়ু সম্মেলন৷ জলবায়ু বিশেষজ্ঞ এবং বাংলাদেশে জলবায়ুর ক্ষতি নিয়ে আন্তর্জাতিক ফোরামে নেতৃত্বদানকারী অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, ডারবানে যে সব কিছু আদায় হয়ে যাবে তা ঠিক নয়৷ তবে ক্ষতিগ্রস্ত দেশগুলো এক হলে ক্ষতিপূরণ আদায় সহজ হবে৷
তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায় এখনো জলবায়ু উদ্বাস্তুর স্বীকৃতি দেয়নি৷ ঢাকায় ক্লাইমেট ভালনারেবল ফোরামের সম্মেলনে এ বিষয়ে সোচ্চার হবে সদস্য রাষ্ট্রগুলো৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই