ঢাকায় ঈদের নামাজ
দেশের অধিকাংশ মসজিদেই অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত৷ একাধিক জামাত হয়েছে বেশিরভাগগুলোতেই৷ করোনার বাধা উপেক্ষা করে মানুষ মসজিদে গেছেন জামাতে ঈদের নামাজ আদায় করতে৷
মানুষের ঢল
নামাজ শুরুর অনেক আগে থেকেই মসজদিগুলোতে মানুষ আসতে থাকেন৷ কোথাও সারিবদ্ধভাবে কোথাও জটলা করে তাদের আসতে দেখা যায়৷
বিশাল লাইন
মসজিদের বাইরে বিশাল লাইন তৈরি হয় মুসল্লিদের৷
পুলিশের তৎপরতা
বিশাল লাইনে মানুষকে মসজিদ চত্বরে প্রবেশ করাতে বেগ পেতে হয় পুলিশকে৷
স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কোথায়?
মানুষ হুড়মুড়িয়ে ঢুকতে চাইছেন মসজিদে৷
নেই শারীরিক দূরত্ব
একেকজনের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও বাস্তবচিত্র ছিল এমন৷
অসন্তোষ
স্বাস্থ্যবিধি রক্ষা না হওয়ায় বিষয়টি নিয়ে অনেকের মাঝে অসন্তোষও দেখা গেল৷
জীবাণুনাশক কক্ষ
মসজিদে প্রবেশের জন্য সবাইকে জীবাণুনাশক কক্ষের ভেতর দিয়ে যেতে হয়েছে৷
হাত ধোয়ার ব্যবস্থা
জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাও ছিল৷
ভিন্ন চিত্র মসজিদের ভেতর
বায়তুল মোকাররমের ভেতর ঠিক এভাবেই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা৷
অনেক মসজিদেই এমন
শুধু বায়তুল মোকাররম নয়, অনেক মসজিদেই মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেছেন৷
সংবাদ সংগ্রহ
আলোকচিত্রী ও টেলিভিশনের চিত্রগ্রাহকরা সুরক্ষা ব্যবস্থা নিয়েই ছবি তুলেছেন ঈদের জামাতের৷
মোনাজাত
পরিশেষে পৃথিবীর সব মানুষের আরোগ্য কামনা করে প্রার্থনা করা হয়৷