ঢাকায় এত কষ্ট, জীবন নষ্ট!
প্রাণ আছে ঢাকা শহরে৷ ঢাকার মানুষেরও অফুরন্ত প্রাণশক্তি৷ নাগরিক জীবনে কত রকমের দুর্ভোগ৷ নগরবাসীর কাছে সবই যেন তুচ্ছ৷ চলুন দেখে নিই ঢাকার চিরচেনা কিছু দুর্ভোগের চিত্র৷
গ্যাস সংকটে নাজেহাল নগরবাসী
গত কিছু দিন ধরে ঢাকায় চলছে ভয়াবহ গ্যাস সংকট৷ আবাসিক গ্যাস সরবরাহ অনেক ক্ষেত্রে প্রায় বন্ধ হয়ে যাওয়ায় কিছু জায়গায় মানুষ বিকল্প উপায়ে রান্নাবান্না করছে, কেউ বা গভীর রাতে একটু গ্যাসের দেখা পেলে তা দিয়েই কোনোরকমে সেরে নিচ্ছেন রান্না৷ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কয়েকদিন আগে ‘তিন দিনের মধ্যে সংকট কেটে যাবে’ বললেও সংকট একেবারেই কাটেনি৷
প্রধানমন্ত্রী যা বললেন
চলমান গ্যাস সংকট নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে৷ এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘এই সমস্যা প্রতি শীতেই হয়৷ তবে আমরা বসে নেই৷ সংকট কাটানোর চেষ্টা করছি৷’’
ঢাকা: বসবাসের জন্য অন্যতম নিকৃষ্ট শহর
২০১৪ সালে বিশ্বের সব শহরের মধ্যে বসবাসের জন্য সবচেয়ে নিকৃষ্ট শহর হয়েছিল ঢাকা৷ গতবছর সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল দুই নাম্বারে৷ সিরিয়ার রাজধানী দামেস্কের পরেই ছিল বাংলাদেশের রাজধানীর নাম৷
পানি সংকটের শহর
ঢাকার বড় একটি অংশে পানি সংকট খুব পুরোনো বিষয়৷ দিন যাচ্ছে, সংকট আরো তীব্র হচ্ছে৷ পানীয় জলের জন্য পাড়ার টিউবওয়েলের সামনে লম্বা লাইন, গলির কোনো কলের নীচে থালা বাসন ধোঁয়ায় ব্যস্ত নারী – এমন ছবি ফি বছরই পত্রিকায় শোভা পায়৷
জলাবদ্ধতার শহর
একটু ভারি বৃষ্টি হলেই শহরে দেখা দেয় জলাবদ্ধতা৷ দেখে মনে হয় যেন বন্যা শুরু হয়েছে৷ পথ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে৷ নীচু এলাকার ঘর-বাড়িতেও ঢুকে পড়ে পানি৷
যানজটের শহর ঢাকা
ঢাকার যানজটের কথা কে না জানে! এক ঘণ্টার পথ যেতে কখনো কখনো তিন-চার ঘণ্টাও লাগে৷
দূষণেরও রাজধানী?
শহরের প্রায় সব পুকুর ভরাট করে গড়ে তোলা হয়েছে ভবন৷ ঢাকা প্রায় পুরোপুরিই ইট-পাথরের শহর৷ ধুলা আর যানবাহন, কলকারখানার ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ৷ পানিতে প্লাস্টিক, আবর্জনা, কলকারখানা থেকে আসা বিষাক্ত রাসায়নিক৷ শব্দ দূষণও আছে ভয়াবহ মাত্রায়৷ হরতাল বা ঈদের ছুটি ছাড়া ঢাকাবাসী প্রিয় শহরের শান্ত রূপ আর কখনো দেখতে পায় কিনা সন্দেহ৷ দূষণেও বাংলাদেশের ‘সেরা’ শহর ঢাকা৷