ঘরের বাইরে বর্ষবরণ নয়!
২৮ ডিসেম্বর ২০১৫পুলিশের নিষেধাজ্ঞা কার্যকর হবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে, জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম৷ তবে এই নিষেধাজ্ঞার কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা হয়নি৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঢাকার গুলশান, বনানী, বারিধারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিষেধাজ্ঞা চলাকালে বহিরাগতদের প্রবেশ করতে দেয়া হবে না৷ পাশাপাশি বর্ষবরণের রাতে ঢাকার বারগুলো সন্ধ্যা ছ'টায় বন্ধ করে দেয়া হবে৷ আর আজকে থেকেই মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করা হবে যাতে বর্ষবরণের রাতে মাদক ব্যবহার বন্ধ করা যায়৷
এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বছরের শেষদিন সন্ধ্যার পর বর্ষবরণের উৎসব না করার পরামর্শ দিয়েছেন৷ বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন, ‘‘সন্ধ্যার পরে থার্টি ফার্স্ট উৎসব না করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিধিনিষেধ দিয়েছে৷ প্রধানমন্ত্রীও সন্ধ্যার পরে এই উৎসব না করার পরামর্শ দিয়েছেন৷''
‘দেশি-বিদেশি চক্র' দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী সোমবার এক বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন বলে জানিয়েছেন ওই মন্ত্রী৷ এ সময় তিনি দিনেও আনন্দ করা যায় উল্লেখ করে বলেছেন, ‘‘আনন্দ করতে কোনো বাধা নেই৷ তবে তা রাতে না করাই ভালো৷ সব সময় একইভাবে আনন্দ করতে হবে এমন নয়৷ দিনেও আনন্দ করা যায়৷''
উল্লেখ্য, গত শুক্রবার আহমেদিয়াদের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় এক ব্যক্তি প্রাণ হারান৷ তাঁর আগের সপ্তাহে চট্টগ্রামে নৌ-বাহিনীর ঘাঁটির মধ্যে মসজিদে হামলার ঘটনা ঘটে৷ চলতি বছর বাংলাদেশে বেশ কয়েকটি হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন৷
পুলিশের এই নিষেধাজ্ঞা বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন নীচে মন্তব্যের ঘরে...