1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমি নিয়ে বিরোধে টেলিভিশন কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫

১১ অক্টোবর ২০২৪

ঢাকার হাতিরঝিলের কাছে মহানগর প্রজেক্ট এলাকায় এক জমির মালিকের ছেলেকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)৷ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

https://p.dw.com/p/4lgz9
হাতিরঝিল
ঢাকার হাতিরঝিলে একটি ফ্ল্যাটে নিহত হন বেসরকারি একটি টেলিভেশন চ্যানেলের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলামছবি: Bdnews24.com

বৃহস্পতিবার ঢাকার হাতিরঝিলে একটি ফ্ল্যাটে নিহত হন বেসরকারি একটি টেলিভেশন চ্যানেলের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম৷ শুক্রবার পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে৷ দ্য ডেইলি স্টার পুলিশের বিজ্ঞপ্তি উল্লেখ করে জানিয়েছে,  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগর প্রজেক্টের একটি নির্মাণাধীন ভবনের জমির মালিক তানজিল জাহানের বাবা সুলতান আহমেদ ও ডেভেলপার কোম্পানির লোকজনসহ অন্য মালিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে৷

বলা হয়েছে, ‘‘ভবন নির্মাণের জন্য জমির মালিকপক্ষ প্লিজেন্ট প্রোপার্টিজ (প্রাঃ) লিঃ নামে একটি ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি করে৷ চুক্তি মোতাবেক জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে ডেভেলপার কোম্পানির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল৷ এর পরিপ্রেক্ষিতে গতকাল ডেভেলপার কোম্পানির  লোকজন, জমির মালিক ও ভবনের অন্যান্য মালিকের মধ্যে ভাঙচুর, হাতাহাতির ঘটনায় তানজিল জাহান ইসলাম তামিম (৩৩) নামের একজন গুরুতর আহত হন৷ পরবর্তীতে তামিমকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন৷''

ডিএমপি জানিয়েছে, এই ঘটনায় হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে৷ মামলার এজাহারে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে৷ অজ্ঞাতনামা আসামি আরও ১০-১২ জন৷

সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান জানানম মালিবাগ ও রামপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য জানান৷

দৈনিক প্রথম আলো পুলিশ ও নিহত তানজিলের পরিবারের বরাতে জানিয়েছে আবাসন প্রতিষ্ঠানের কর্মী ও তাঁদের সঙ্গে আসা ভাড়াটে সন্ত্রাসীরা তানজিল ও তার বাবা সুলতান আহমেদের ওপর হামলা করেন৷ এতে তানজিলের মৃত্যু হয়৷

এফএস/এসিবি (দ্য ডেইলি স্টার, দৈনিক প্রথম আলো)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য