ঢাকায় নিরাপত্তার স্বার্থে বিশেষ বাস ও রিকশা
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর, গুলশান-বনানী-বারিধারা ও নিকেতন এলাকায় চালু হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক বাস ও বিশেষ রঙের রিকশা সার্ভিস৷ যার নাম রাখা হয়েছে ‘ঢাকা চাকা’৷ দেখুন ছবিঘরে৷
কূটনৈতিক এলাকায় নতুন বাস
গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির উদ্যোগে এবং ঢাকা মহানগর পুলিশের সহায়তায় বিশেষ এ সার্ভিসটির বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন৷
দুই রুটে ‘ঢাকা চাকা’
মোট দু’টি রুটে প্রতি ১০ মিনিট পর পর বাস ছাড়বে৷ একটি রুট – তেজগাঁও-গুলশান লিংক রোডের নাভানা মোড় থেকে পুলিশ প্লাজা, গুলশান ১ ও রূপায়ণ টাওয়ার হয়ে গুলশান ২-এর গোলচত্বর পর্যন্ত৷ আর অন্য রুটের বাসটি ছাড়বে কাকলী মোড় থেকে৷ এটি বনানী বাজার, গুলশান ২ নম্বর হয়ে যাবে নতুন বাজারে৷
ভাড়া মাত্র ১৫ টাকা
নতুন এ বাস সার্ভিসটি শীততাপনিয়ন্ত্রিত৷ তারপরেও যে কোনো দূরত্বের ভাড়া মাত্র ১৫ টাকা৷ অর্থাৎ মাত্র ১৫ টাকায় পুরো গুলশান এলাকায় যাতায়াত করা যাবে৷ এছাড়া এই বাসে রয়েছে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থাও৷
কম দূরত্বের যাত্রীরা খুশি নন
সামগ্রিক ভাবে এ ভাড়া যাত্রীদের কাছে সহনীয় হলেও, ছোট ছোট রুটের যাত্রীরা ১৫ টাকা ভাড়াকে বেশি মনে করছেন৷ যেমন গুলশান শুটিং ক্লাব থেকে গুলশান ২ নম্বরের ভাড়া ১৫ টাকা৷ এটা ঠিক আছে৷ কিন্তু গুশলান ১ নম্বর থেকে গুলশান ২ নম্বরের দূরত্ব অনেক কম৷ অথচ এক্ষেত্রেও ভাড়া কিন্তু সেই ১৫ টাকাই৷ আগে গুলশান ১ নম্বর থেকে ২ নম্বরের ভাড়া ছিল মাত্র ৪-৬ টাকা৷
অভিযোগের শেয নেই
নতুন এ সার্ভিসে বাসের সংখ্যা অনেক কম হওয়ায় দীর্ঘ সময় ধরে যাত্রীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে৷ তাই এ নিয়ে অভিযোগ অনেক যাত্রীর৷ শুধু তাই নয়, গুলশান এলাকায় অন্যান্য গণপরিবহন বন্ধ থাকায় অন্যান্য ভোগান্তির কথাও জানালেন সাধারণ মানুষ৷ তাঁদের কথায়, আগে ঢাকার বিভিন্ন জায়গা থেকে গুলশানে সরাসরি আসা যেত৷ কিন্তু এখন আসতে হচ্ছে ভেঙে ভেঙে৷
বাসের সংখ্যাও কম
বাসের সংখ্যা কম হওয়ায় অনেকক্ষণ পরে একটি বাস এলেও তার উপর যাত্রীদের চাপ পড়ে যায়৷ ফলে গাদাগাদি করে যাত্রী নিয়ে চলতে হচ্ছে বাসগুলোকে৷ এরপরেও গুলশান-বনানী এলাকায় অন্য কোনো গণপরিবহন না থাকায় এখন অনেকেই ঝুঁকি নিয়ে এ বাসে যাতায়ত করেন৷
এসেছে হলুদ রিকশাও
সার্কুলার বাস সার্ভিস চালুর পাশাপাশি এ সব এলাকায় চালু করা হয়েছে হলুদ রঙের রিকশা সার্ভিসও৷ পুরো গুলশান-বনানী-বারিধারা ও নিকেতন এলাকার আবাসিক সোসাইটিগেুলোর উদ্যোগে প্রাথমিকভাবে মাত্র ৫০০ রিকশা নামানো হয়েছে৷ এর মধ্যে গুলশানে ২০০টি, বনানীতে ২০০টি, বারিধারা ও নিকেতনে ৫০টি করে রিকশা৷
রিকশার জন্য বিশেষ ‘হটলাইন’
গুলশান-বনানী- বারিধারা ও নিকেতন আবাসিক এলাকায় নতুন এ রিকশার গায়ে টাঙ্গিয়ে দেয়া হয়েছে বিভিন্ন রুটের নির্ধারিত ভাড়া৷ এ ভাড়ায় কোনো চালক না চলতে চাইলে একটি ‘হটলাইন’ নম্বরে অভিযোগ করতে পারবে যাত্রীরা৷ এছাড়া কোনো যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলেও হটলাইন নম্বরটিতে জানানো যাবে৷
নানারকম বিধি-নিষেধ
নতুন এ রিকশা সার্ভিসের চালকরা নির্ধারিত সব জায়গায় যেতে বাধ্য৷ আবার এ সব রিকশা নিয়ে ঐ সব এলাকার বাইরেও যেতে পারবেন না তারা৷
হারিয়ে যায়নি সাধারণ রিকশা
গুলশান-বনানী- বারিধারা ও নিকেতন এলাকায় শুধু হলুদ রঙের বিশেষ রিকশা চলাচলের কথা বলা হলেও চালু হওয়ার ছয়দিন পরেও দেখা গেছে যে, অন্যান্য সাধারণ রিকশাও চলছে এ সব এলাকায়৷
সমস্যা এখানেও আছে...
গুলশান-বনানী-বারিধারা এলাকায় গত চার বছর ধরে রিকশা চালান খুলনার জাহাঙ্গীর আলম৷ নতুন এ নিয়মের ফলে অনেক সুবিধার কথাই বললনে তিনি৷ তবে যাত্রীদের নিয়ে তাঁর অভিযোগ, নির্ধারিত ভাড়ার পরও অনেক যাত্রীই নাকি তাঁদের সঙ্গে ভাড়া কমানোর দাবি করেন৷ আবার এ নিয়ে দুর্ব্যবহারও করেন অনেকে৷