ঢাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে জনদুর্ভোগ
ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ঢাকার প্রবেশমুখ বিমানবন্দর সড়কে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছিলেন পোশাক শ্রমিকরা৷ ৫ ঘণ্টা অবরোধের পর শুরু হয়ে গেছে যান চলাচল৷
বিক্ষোভের সূত্রপাত
ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে রোববার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখ বিমানবন্দর সড়ক প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা৷
প্রধান দাবি
পোশাক শ্রমিকরা চান, তাঁদের মূল বেতন সাড়ে আট হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে দশ হাজার টাকা করা হোক৷
স্লোগানে স্লোগানে মুখর রাজপথ
বিমানবন্দরের সামনের রাস্তা অবরোধ করে কয়েকশ’ পোশাক শ্রমিক তাঁদের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন৷
আজমপুরে যান চলাচলে বাধা
অবরোধের সময় উত্তরার আজমপুরে যান চলাচলে বাধা দেন পোশাক শ্রমিকরা৷
তীব্র যানজট
পোশাক শ্রমিকরা যান চলাচল বন্ধ করে দিলে বিমানবন্দর সড়কের এক পাশে আটকে পড়ে অসংখ্য গাড়ি৷
নিরুপায় জনগণ
রোববার শ্রমিকদের বিক্ষোভে বিমানবন্দর সড়কে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় হেঁটে গন্তব্যে যেতে হয় অনেক মানুষকে৷
দুর্ভোগ
কোনো যানবাহন না পেয়ে এই মা তাঁর ছোট্ট শিশুটিকে নিয়ে হেঁটেই রওনা হয়েছেন গন্তব্যে৷
বাসে আগুন
সোমবার দুপুরের দিকে বিমানবন্দরের সামনের সড়কে একটি বাসে শ্রমিকরা আগুন ধরিয়ে দেন৷ বিমানবন্দরের সামনের চত্বরসংলগ্ন রাস্তায় এনা পরিবহনের বাসটি ভাঙচুরের পর তাতে আগুন দেন শ্রমিকরা৷
সকাল থেকেই অবস্থান
সকাল ৯টার পর থেকেই গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন শ্রমিকরা৷
যান চলাচল বন্ধ
সোমবার বেলা সোয়া ১২টা থেকে আজমপুর, জসিমউদ্দিন ক্রসিং এবং বিমানন্দর সড়কে যান চলাচল একেবারে বন্ধ থাকে৷ ৫ ঘণ্টা পর রাস্তা ছেড়ে দেন পোশাক শ্রমিকরা৷ স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল৷
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল
উত্তরার বিভিন্ন গার্মেন্টসের শত শত শ্রমিক উত্তরার আজমপুর থেকে জসিমউদ্দিন ক্রসিং পর্যন্ত অবস্থান নিলে অচল হয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক৷