ঢাকায় বাণিজ্যমেলা
ঢাকায় হয়ে গেলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা৷ ছবিঘরে দেখুন বিস্তারিত৷
বাণিজ্য মেলায় পদ্মা সেতু!
বাণিজ্য মেলার প্রবেশমুখে বিগত বছরগুলেোতে তোরণ তৈরি করা হতো বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনার আদলে৷ এ বছর বানানো হয়েছে নির্মাণাধীন পদ্মাসেতুর আদলে একটি তোরণ৷ ঐতিহ্যবাহী ঢাকা গেইটও আছে এর পাশে৷
বিভিন্ন দেশ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এবার অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, তুরস্ক, সিঙ্গাপুর, ভুটান, মরিশাস, ভিয়েতনাম, মালদ্বীপ, নেপাল ও হংকং- এই ১৭টি দেশের মোট ৪৩টি প্রতিষ্ঠান৷
স্টল-প্যাভিলিয়ন
এবারের মেলায় সর্বমোট ৫৮৯টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে৷ প্যাভিলিয়ন রয়েছে ১১২টি আর মিনি প্যাভিলিয়ন ৭৭টি আর স্টল ৪০০টি৷
মেলার পণ্য
বাণিজ্য মেলায় রয়েছে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, ফেব্রিক্স পণ্য, হস্তশিল্প পণ্য, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি সামগ্রী, চামড়াজাত পণ্য, সিরামিক পণ্য, প্লাস্টিক পণ্য, প্রসাধনী সামগ্রী, খাদ্য পণ্য, ইলেক্ট্রনিক্স সামগ্রী, জুয়েলারি ও অন্যান্য আসবাবপত্রের স্টল৷
বঙ্গবন্ধু প্যাভিলিয়ন
মেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু প্যাভিলিয়নে দর্শনার্থীরা দেখতে পাবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানান দুর্লভ ছবি, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ভিডিওচিত্র ইত্যাদি৷
বিনোদন কেন্দ্র
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আসা দর্শনার্থীদের বিনোদনের জন্য আছে ২টি শিশু পার্ক৷ এছাড়া পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বন সুন্দরবনের আদলে একটি ইকো পার্কও স্থাপন করা হয়েছে মেলা প্রাঙ্গণে৷
ছুটির দিনে ভিড়
বাণিজ্য মেলায় দর্শক সমাগম ভালো হলেও ছুটির দিনগুলোতে উপচে পড়া ভিড় থাকে৷ প্রথম সাতদিনে মেলায় এসেছেন এক লাখ ৮৫ হাজার দর্শনার্থী৷
শীতের প্রভাব মেলায়ও
গত কয়েক দিন ধরে টানা শৈত্যপ্রবাহ থাকায় বাণিজ্যমেলায় ক্রেতা দর্শনার্থীতে কিছুটা ভাটা পড়েছে৷
মূল্য ছাড়
বাণিজ্য মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠান ক্রেতাদের আকর্ষণ করতে এবারেও দিচ্ছে বিভিন্ন রকম মূল্য ছাড়া৷
সময়সূচি ও প্রবেশ মূল্য
৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত ক্রেতা–দর্শনার্থীদের জন্য খোলা থেকেছে বাণিজ্য মেলা৷ মেলা প্রাঙ্গণে প্রবেশ মূল্য ছিল প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা৷